সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভে যোগ দিয়ে গঙ্গা, যমুনা, সরস্বতীর পবিত্র সঙ্গমস্থলে আস্থার ডুব দেবেন বলে পরিকল্পনা করেছিলেন শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacharjee)। যার জন্য মঙ্গলবারই বাবা এবং বন্ধুকে নিয়ে প্রয়াগরাজে পৌঁছে যান টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী। তবে এদিন মাঝরাতে মহাকুম্ভে (Maha Kumbha 2025) যে পদপিষ্টের ঘটনা ঘটে, তার জন্যে আর ত্রিবেণী সঙ্গম অবধি পৌঁছতে পারেননি তাঁরা।
![](https://mcmscache.epapr.in/mcms/434/a8a2c017e2b91afd0d2f9fd5d52ed44cbc32e704.jpg)
সোশাল মিডিয়ায় প্রয়াগরাজ থেকে একাধিক ছবি শেয়ার করেছেন শ্রীমা। মৌনী অমাবস্যার পুণ্যতিথিতে ত্রিবেণী সঙ্গমে সকলে মিলে আস্থার ডুব দেবেন বলে ভেবেছিলেন। তবে এদিন মাঝরাতে ভিড়ের ঠেলায় যে পদপিষ্টের ঘটনা ঘটে, তার জন্য আর সেই ইচ্ছেপূরণ হয়নি তাঁর। তবে ভোর চারটের সময়ে সঙ্গমস্থলের বিপরীতে আড়িল ঘাটে পুণ্যস্নান করেন শ্রীমা। অভিনেত্রী সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, পদপিষ্টের ঘটনার জেরে নিরাপত্তার জন্য আগামী দু দিন সেখানকার ফেরিঘাট বন্ধ। তাই সেই পর্যন্ত যেতে পারেননি অভিনেত্রীরা। পুণ্যস্নান সেরে সোমেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন শ্রীমা। এরপর প্রয়াগরাজ থেকে বারাণসী যাবেন তিনি। সেখানে বাবা বিশ্বনাথের দর্শন করে তবেই কলকাতায় ফিরবেন বলে জানালেন অভিনেত্রী।
মহাকুম্ভে যোগ দেওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে শ্রীমা বলেন, "পূণ্যার্থীদের এতটাই ভিড় সেখানে যে কোনও হোটেল বা ক্যাম্পেও জায়গা নেই।" শেষমেশ এক পরিচিতের সুবাদে রাতটা কাটানোর জায়গা পান তাঁর। সড়কপথে ১৯ ঘণ্টার জার্নি করে বাবা এবং বন্ধুর সঙ্গে প্রয়াগরাজে পৌঁছন শ্রীমা ভট্টাচার্য। আর সেই পবিত্র অনুষ্ঠানে যোগ দিতে পেরে ব্রহ্মাণ্ডকে ধন্যবাদও জানিয়েছেন মনেপ্রাণে ঈশ্বরবিশ্বাসী অভিনেত্রী।