shono
Advertisement
Jeetu Kamal

টিআরপি বাড়তেই 'চিরদিনই তুমি যে আমারে' ইউটার্ন জীতুর, 'ভগবান দর্শক'দের জন্যই প্রত্যাবর্তন 'আর্য'র

ধারাবাহিকের 'নায়ক বদলে'র কাহিনি অতীত!
Published By: Sandipta BhanjaPosted: 09:31 AM Nov 21, 2025Updated: 01:08 PM Nov 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'চিরদিনই তুমি যে আমার' (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকে কি জীতু কমলকে (Jeetu Kamal) আর দেখা যাবে? নায়ক-নায়িকার দ্বন্দ্বের জেরে দিন কয়েক ধরেই এহেন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। সেটে 'অপু-আর্য'র সমীকরণ নিয়ে হাজারও ফিসফাস! যদিও জীতু-দিতিপ্রিয়ার মনোমালিন্যের গুঞ্জনে চড়চড়িয়ে বেড়েছে টিআরপি, তবে অনুরাগীরা কৌতূহলী, 'আর্য' কি বদলে যাবে? যাবতীয় জল্পনার মাঝেই সুখবর দিলেন অভিনেতা।

Advertisement

'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে নায়ক বদল হচ্ছে না। জীতু কমলকেই দেখা যাবে আর্যর সিংহ রায়ের চরিত্রে। টিআরপির ফলপ্রকাশের পরই বৃহস্পতিবার মধ্যরাতে অভিনেতা জানান, "শুধুমাত্র কলাকুশলী এবং আমার ভগবান দর্শকদের কথা মাথায় রেখে আমি আবারও 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে ফিরতে বাধ্য হলাম।" জীতুর কথায়, "২০০৮ থেকে আমি ক্যামেরার সামনে কাজ শুরু করি। ২০০৮ থেকে আজ ২০২৫ সালের শেষ লগ্ন পর্যন্ত আমি যতটুকু নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছি, তার ৮০ শতাংশ কৃতীত্ব আমাদের টেকনিশিয়ান দাদা-বন্ধুদের। বাড়িয়ে বলছি না, বা বিনয় দেখাচ্ছি না। সেটা আমার ফ্লোরে এসে টেকনিশিয়ানদের জিজ্ঞেস করুন।"

প্রসঙ্গত, নায়ক-নায়িকার দ্বন্দ্বে ধারাবাহিকের শুটিং নিয়ে প্রশ্ন উঠতেই সোমবার বৈঠকে বসে ধারাবাহিকের প্রযোজনা সংস্থা। শোনা গিয়েছিল, বৈঠক করেও নাকি মেটানো যায়নি জীতু ও দিতিপ্রিয়ার মধ্যেকার দ্বন্দ্ব। প্রায় দু'ঘণ্টা ধরে চলা এদিনের বৈঠকের মাঝেই নাকি হঠাৎই বেরিয়ে যান জীতু। অতঃপর আগামীতে ধারাবাহিকের ভবিষ্যৎ কী? তা নিয়ে প্রশ্ন জেগেছিল সকলের মনেই। এমতাবস্থায় নায়ক বদলের কথাও শোনা যায়। গুঞ্জন ওঠে, সংশ্লিষ্ট চরিত্রে জীতুর পরিবর্তে রণজয় বিষ্ণুকে দেখা যেতে পারে। তবে বৃহস্পতিবার টিআরপির ফলপ্রকাশ হতেই জীতু কমল জানালেন, আর্যর চরিত্রে তিনিই থাকছেন।

অভিনেতার সংযোজন, "টিভির কাজে কোনও কোনও চরিত্র ব্যাপকভাবে মানুষের মনে জায়গা করে নেয় আর সেখানে মহিলা চরিত্রের সংখ্যাই বেশি। কিছু কিছু ব্যতিক্রম পুরুষ চরিত্র তৈরি হয়। যেমন- সাধক বামাক্ষ্যাপা, অরণ্য সিংহ রায়, মল্লার সেন ইত্যাদি। তেমনই জি বাংলা এবং এসভিএফ প্রযোজিত এবং অমিত সেনগুপ্তর পরিচালনায় 'আর্য সিংহ রায়' এই চরিত্রটি বহুদিন বাদে পুরুষ চরিত্র হিসেবে দারুণ ভাবে জায়গা করে নিয়েছে মানুষের মনে। এর পুরো কৃতীত্ব তো লেখক, প্রযোজক, পরিচালকের। আর সর্বোপরি আমার ভগবান দর্শকের। ভনিতা না করেই বলছি, শুধুমাত্র আমার টেকনিশিয়ানস এবং আমার ভগবান দর্শকদের কথা মাথায় রেখে আমি আবারও 'চিরদিনই তুমি যে আমার' প্রজেক্টটিতে জয়েন করতে বাধ্য হলাম। আশা রাখি আর কোনও অনভিপ্রেত ঘটনা ঘটবে না। একই ভাবে আবারও সুন্দরভাবে আপনাদের মনোরঞ্জন করব বলে প্রতিশ্রুতি বদ্ধ হলাম।" এদিকে জীতুর ধারাবাহিকে ফেরার খবরে স্বস্তিতে 'আর্য' অনুরাগীরাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে নায়ক বদল হচ্ছে না।
  • জীতু কমলকেই দেখা যাবে আর্যর সিংহ রায়ের চরিত্রে।
  • টিআরপির ফলপ্রকাশের পরই অভিনেতা জানান, "শুধুমাত্র কলাকুশলী, ভগবান দর্শকদের কথা মাথায় রেখে আবারও 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে ফিরতে বাধ্য হলাম।"
Advertisement