সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাড়ে তিন দশক বাদে ফের টেলিপর্দায় ধর্ম-অধর্মের যুদ্ধ! নস্ট্যালজিয়া উসকে দূরদর্শনে ফিরছে মহাকাব্য মহাভারত। তবে এবার ধারাবাহিকে বড়সড় ট্যুইস্ট! কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগে মহাভারতকে একেবারে নতুন মোড়কে দর্শকদের কাছে পরিবেশন করা হবে। সেই আধুনিক সংস্করণের ঝলক ইতিমধ্যেই শেয়ার করা হয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে। যেখানে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে কুরুক্ষেত্রে পাণ্ডব বনাম কৌরবদের মহাযুদ্ধে ঝলক দেখা গেল। তবে বোঝার উপায়টুকু নেই যে, এই সিরিয়াল তৈরি হয়েছে এআই-এর সাহায্যে।
এর আগে আপামর ভারতবাসীর কাছে বিআর চোপড়ার মহাভারত-ই ছিল একমাত্র সম্বল। তবে এবার কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে খোলনলচে বদলে নতুন মোড়কে আসছে এই মহাকাব্য। কবে থেকে সম্প্রচার হবে? জানা গেল, আগামী ২ নভেম্বর সকাল ১১টা থেকে প্রতি রবিবার দূরদর্শনে সম্প্রচারিত হবে মহাভারতের এই নতুন ভার্সন। এহেন প্রযুক্তিগত 'রাজসূয় যজ্ঞে'র নেপথ্যে সরকারি সম্প্রচার সংস্থা প্রসার ভারতী এবং কালেক্টিভ মিডিয়া নেটওয়ার্ক। যৌথভাবে তারাই মহাভারতের এআই সংস্করণটি তৈরি করেছে। ডিজিটাল দুনিয়ায় ওয়েভস ওটিটি প্ল্যাটফর্মে যার প্রিমিয়ার হবে ২৫ অক্টোবর। উল্লেখ্য, 'ওয়েভস' হল প্রসার ভারতীর নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম। যেখানে বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন দর্শক। অতঃপর এআই দিয়ে তৈরি মহাভারত দেখতে কোনওরকম গ্যাঁটের কড়ি খরচ করতে হবে না তাঁদের।
এপ্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, "কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে মহাভারতের গল্প উপস্থাপন করা ভারতের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন এবং একই সঙ্গে প্রযুক্তিগত অগ্রগতির প্রতিফলন।" প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদীর মন্তব্য, "ভারতের সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরতে প্রসার ভারতী বরাবর প্রতিশ্রুতিবদ্ধ। লকডাউনের সময় মহাভারতের পুনঃসম্প্রচার আমাদের মনে করিয়ে দিয়েছিল যে এই কাহিনি কতটা গভীরভাবে আমাদের প্রজন্মের সঙ্গে জুড়ে রয়েছে। এবার এআই সংস্করণে আমরা ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছি।" অন্যদিকে, কালেক্টিভ মিডিয়া নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা তথা গ্রুপ সিইও বিজয় সুব্রমনিয়াম জানালেন, "শৈশবে প্রতি রবিবার দূরদর্শনে মহাভারত দেখার অভিজ্ঞতা আমাদের সকলের মনে গেঁথে রয়েছে। তাই বর্তমান প্রজন্মের জন্যেও আমরা সেই একই অভিজ্ঞতা ফিরিয়ে আনতে চাই, তবে সেটা আধুনিক প্রযুক্তির মাধ্যমে।"
