shono
Advertisement
Amaal Malik

ছেলেবেলার ক্রাশ ছিলেন শ্রদ্ধা কাপুর, 'বিগ বস'-এ অকপট স্বীকারোক্তি অমল মালিকের

মনের কথা সাফ জানালেন সঙ্গীতশিল্পী অমল মালিক।
Published By: Arani BhattacharyaPosted: 11:47 AM Aug 28, 2025Updated: 11:47 AM Aug 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গিয়েছে টেলিভিশনের পছেলেবেলার ক্রাশ ছিলেন শ্রদ্ধা কাপুর, 'বিগ বস'-এ অকপট স্বীকারোক্তি অমল মালিকেরর্দায় 'বিগ বস' সিজন ১৯। আর এবার 'বিগ বস'র ঘরে এসে মনের কথা সাফ জানালেন সঙ্গীতশিল্পী অমল মালিক। 'বিগ বস'র ঘরে এসেই মনের কথা দরাজ গলায় জানিয়ে দিয়েছেন অমল। জানিয়েছেন বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রতি তাঁর ভালোলাগার কথা।

Advertisement

সম্প্রতি এই শোয়ের একটি পর্বে অমল বলেন, "শ্রদ্ধা কাপুর আমার স্কুলের সিনিয়র ছিলেন। আমার ক্রাশ ছিলেন শ্রদ্ধা কাপুর। আমার সিনিয়র ছিলেন। উনি খুবই ভালো মনের মানুষ। সোশাল মিডিয়ায় শ্রদ্ধার ভক্তসংখ্যা দেখার মতো। তাতে কোনও ফাঁক নেই।" অমল আরও বলেন, "শ্রদ্ধার 'স্ত্রী' ছবিতে একটি অংশ রয়েছে যেখানে দেখা যাচ্ছে গাড়ি করে এসে সবাইকে প্রহার করতে শুরু করে এবং সেই দৃশ্য দেখে গোটা সিনেমা হল রীতিমতো হাততালিতে ফেটে পড়েছিল। এটা ছিল আমারও পছন্দের অংশ ওই ছবি থেকে।

এর পাশাপাশি অমল এদিন ভাগ করে নেন তাঁর মিউজিক্যাল পরিবারের নানা কথা। এছাড়াও অমল বলেন যে, তিনি তাঁর আরও অন্যান্য দিকগুলো দর্শকের সামনে তুলে ধরতে চান। শুধু তাই নয় বাড়ির সঙ্গীতচর্চার দিকটিও তুলে ধরেন। ভাগ করে নেন হিন্দি ছবির জগতে তাঁর পথ চলার কথাও। উল্লেখ্য,  শনিবার ২৪ আগস্ট থেকে পর্দায় যাত্রা শুরু করছে 'বিগ বস' সিজন ১৯। সলমন খানের সঞ্চালনায় এই শো দেখার জন্য বহুদিন থেকেই মুখিয়ে রয়েছেন দর্শক। প্রথমেই জানানো হয়েছিল যে আগস্ট মাস থেকে পর্দায় জার্নি শুরু করবে এই শো। সেইমতোই শুরু হচ্ছে এবারের 'বিগ বস'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'বিগ বস'র ঘরে এসেই মনের কথা দরাজ গলায় জানিয়ে দিয়েছেন অমল।
  • সম্প্রতি এই শোয়ের একটি পর্বে অমল বলেন, "শ্রদ্ধা কাপুর আমার স্কুলের সিনিয়র ছিলেন। আমার ক্রাশ ছিলেন শ্রদ্ধা।'
Advertisement