shono
Advertisement
Aparajita Adhya-Sudipta Chakraborty

বহুদিন ছোটপর্দা থেকে দূরে অপরাজিতা, ফের জুটি বাঁধবেন সুদীপ্তার সঙ্গে! কোন ভূমিকায় দেখা যাবে?

এবার কোন ভূমিকায় অপরাজিতা আঢ্য?
Published By: Arani BhattacharyaPosted: 10:13 PM Oct 25, 2025Updated: 10:13 PM Oct 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারীদের কথা মাথায় রেখে নিয়ে সান বাংলায় যাত্রা শুরু করেছিল রিয়ালিটি শো 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। এই শো-এর জনপ্রিয়তা এখন বাংলার ঘরে ঘরে, তা বলাই বাহুল্য।এইমুহুর্তে এই রিয়ালিটি শোয়ের সিজন ২। জনপ্রিয়তার কথা মাথায় রেখেই নতুন ভাবে, নতুন নতুন মজার খেলা ও পর্ব নিয়ে দর্শকের দরবারে এসেছে 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। আর এভাবেই দীর্ঘ পথ অতিক্রম করে সিজন ২-এর 'মান্থলি ফিনালে' দোরগোরায় কড়া নাড়ছে। এই মাসের অর্থাৎ অক্টোবর ফিনালেতে থাকছে ভরপুর চমক। কারণ এবারের এই চূড়ান্ত পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। 

Advertisement

ছোটপর্দা থেকে বহু দিন দূরে তিনি। এখন আর কোনও ধারাবাহিকে অভিনয় করছেন না। শেষ তাঁকে দেখা গিয়েছিল 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' ধারাবাহিকে। তবে অভিনয়ের মাধ্যমে না হলেও রিয়ালিটি শোয়ের হাত ধরেই দর্শকের কাছে ফের ছোটপর্দায় ধরা দিলেন অভিনেত্রী। অক্টোবর ফিনালেতে এসে বেজায় খুশি অপরাজিতা। তিনি বলেন, "এই শোতে এসে খুবই ভালো লাগছে। শো-এর লক্ষ্মীদের দেখে আমি সত্যিই অনুপ্রাণিত হচ্ছি। বিনোদনের সঙ্গে একটা সামাজিক দায়বদ্ধতা পালন করছে এই শো। সুদীপ্তা দারুণ ভাবে শো-টাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা শো কীভাবে সঞ্চালনা করতে হয় আমি সুদীপ্তার কাছ থেকেই শিখেছি। এখানে এসে অনেকদিন পর সুদীপ্তার সঙ্গে একসঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার একটা সুযোগ হল। সব মিলিয়ে খুব ভালো অনুভূতি।" সিজন ২-এর চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের জীবন সংগ্রামের গল্প শুনবেন অপরাজিতা। শুধু তাই নয়, থাকবে তাঁর নাচের একটি বিশেষ উপস্থাপনাও।

‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নিছক একটা নন ফিকশন শো নয়, মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম। মহিলাদের স্বনির্ভর হওয়ার ইচ্ছেকে আরও জোরাল করতেই এই  উদ্যোগ। এই শো সঞ্চালনা করতে করতে জীবন সম্পর্কে তাঁর ধারণা অনেকটাই বদলে গেছে বলে বার বার জানিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। তিনি অনেকবার বলেছেন এত মহিলার লড়াইয়ের গল্প শুনতে শুনতে নিজের জীবন সম্পর্কে অভিযোগ করা তিনি বন্ধ করে দিয়েছেন। এই মাসিক ফিনালেতে এবার সুদীপ্তা নিজের উদ্যোগে ১লাখ টাকা করে তুলে দেবেন তিনজন লড়াকু মা লক্ষ্মীদের হাতে। সুদীপ্তার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন অংশগ্রহণকারীরা ছাড়াও অন্যান্যরা। আমজনতার পাশাপাশি এই শোয়ের বিশেষ পর্বে আসেন এক ঝাঁক তারকাও। গল্প,আড্ডায় জমে ওঠে সেই পর্ব। খেলা শেষে সেই তারকারা অবশ্য তাঁদের প্রাপ্য থেকে বেশ কিছুটা অর্থ দিয়ে যান শোয়ের 'মা লক্ষী'দের জন্য। তাঁদের সেই টাকা দিয়েই তৈরি হয়েছে "লক্ষ্মী ব্যাঙ্ক"। যা তাঁদের স্বপ্নপূরণ করে। দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই এই শো সম্প্রচারের সময় বেড়ে হয়েছে দেড় ঘন্টার। এই শো দেখতে চোখ রাখুন সান বাংলায় প্রতিদিন সন্ধ্যে ৬ টায়। আগামী ৩১ অক্টোবর সন্ধ্যে ৬ টায় সান বাংলার পর্দায় সম্প্রচারিত হবে বিশেষ এই চূড়ান্ত পর্ব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জনপ্রিয়তার কথা মাথায় রেখেই নতুন ভাবে, নতুন নতুন মজার খেলা ও পর্ব নিয়ে দর্শকের দরবারে এসেছে 'লাখ টাকার লক্ষ্মীলাভ'।
  • আর এভাবেই দীর্ঘ পথ অতিক্রম করে সিজন ২-এর 'মান্থলি ফিনালে' দোরগোরায় কড়া নাড়ছে।
  • এই মাসের অর্থাৎ অক্টোবর ফিনালেতে থাকছে ভরপুর চমক। কারণ এবারের এই চূড়ান্ত পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। 
Advertisement