shono
Advertisement
Avika Gor

বিয়ের ৩ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা 'বালিকাবধূ'! অভীকা বলছেন, 'কোনও প্ল্যানই ছিল না...'

কী জানালেন অভিনেত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 07:15 PM Jan 07, 2026Updated: 07:15 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস তিনেক আগেই গোটা দেশকে সাক্ষী রেখে রিয়ালিটি শোয়ের মঞ্চে সাতপাকে বাঁধা পড়েন অভীকা গৌর। বিগত দেড় দশক ধরে যিনি 'বালিকা বধূ' হিসেবেই টেলিদর্শকদের অন্দরমহলে সমাদৃত। এবার কানাঘুষো, সেই অভিনেত্রীই নাকি বিয়ের তিন মাসের মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।

Advertisement

জল্পনা অবশ্য অভীকা নিজেই উসকে দিয়েছেন। সোশাল মিডিয়ায় স্বামী মিলিন্দ চাঁদওয়ানিকে নিয়ে সদ্য ফলাও করে জানিয়েছিলেন, "২০২৬ সালে আমাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে...।" জীবনের এই নতুন ইনিংস নিয়ে যে তাঁরা বেশ উচ্ছ্বসিত, সেকথাও জানান অভীকা-মিলিন্দ। আর সেই ইঙ্গিতেই অভিনেত্রীর মা হওয়ার জল্পনা উসকে দিয়েছে। স্বামীকে পাশে বসিয়ে 'বালিকাবধূ' তাঁর ভ্লগে জানান,

আমাদের জীবনের এই পরিবর্তনটা আমরা আগে থেকে অনুমান করিনি। কিংবা আমাদের কোনও পরিকল্পনাও ছিল না। সত্যি বলতে, আমরা এটা নিয়ে কখনও স্বপ্নও দেখিনি। কিন্তু এটা যেমন আমাদের কাছে বড় খবর, তেমনই ততোধিক আশ্চর্যজনক পরিবর্তন।" এরপরই স্বামীর উদ্দেশে অভীকা প্রশ্ন ছোড়েন, "তুমি কি নার্ভাস?" উত্তরে মিলিন্দ জানান, "আমি খুবই উচ্ছ্বসিত। তবে হ্যাঁ একটু নার্ভাসও বইকী!" তাঁদের এই কথোপকথনের ভিডিও ভাইরাল হতেই অভীকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও জল্পনা জিইয়ে রেখে 'বালিকাবধূ' জানিয়েছেন, খবরটা তাঁরা নিজস্ব ইউটিউব চ্যানেলেই ফাঁস করবেন।

প্রসঙ্গত, ২৮ বছর বয়সি অভীকা টেলিভিশনের পাশাপাশি বড়পর্দাতেও চুটিয়ে অভিনয় করছেন। তবে শৈশবে 'বালিকাবধূ' সিরিয়ালে 'আনন্দী'র চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। আজও বহু মানুষ তাঁকে 'আনন্দী' হিসেবেই চেনেন। ২০২০ সালে মিলিন্দের সঙ্গে অভীকার প্রেমের সূচনা। মিলিন্দ পেশায় ব্যবসায়ী এবং সমাজসেবকও। গতবছর সেপ্টেম্বর মাসের একেবারে শেষের দিকে 'পতি পত্নী অউর পঙ্গা' শোয়ে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। এবার কি তবে মাাতৃত্বের সফর শুরু করতে চলেছেন টেলিদর্শকদের প্রিয় 'বালিকাবধূ'?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাস তিনেক আগেই গোটা দেশকে সাক্ষী রেখে রিয়ালিটি শোয়ের মঞ্চে সাতপাকে বাঁধা পড়েন অভীকা গৌর।
  • এবার কানাঘুষো, সেই অভিনেত্রীই নাকি বিয়ের তিন মাসের মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।
  • জল্পনা অবশ্য অভীকা নিজেই উসকে দিয়েছেন।
Advertisement