সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিটা বছরের শেষ দিন নিয়ে আসে জীবনে প্রাপ্তি ও অপ্রাপ্তির হিসেবনিকেশ। আমজনতা থেকে তারকা প্রত্যেকেই বোধ হয় বছর শেষে জীবনেই সেই হিসেব করে থাকেন। ব্যতিক্রম নন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Raychaudhury)। এই বছরে বহু পরিবর্তন, প্রাপ্তি ও অপ্রাপ্তির মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। বছরের শেষ দিনে জীবনের সেসবকিছু নিয়েই সোশাল মিডিয়া পোস্টে পাওয়া না পাওয়া নিয়ে অকপটে জানালেন অভিনেত্রী। কী লিখলেন সেই পোস্টে?
অনিন্দিতা লেখেন, '২০২৫ সালটা আমার জন্য ভীষণ স্পেশাল একটা বছর ছিল। হারিয়েছি, পেয়েছি, হেঁটে গিয়েছি, আর এই পাওয়া না পাওয়ার যুদ্ধ করতে করতে বেশ কিছুটা রাস্তা এগিয়েও গিয়েছি, আরও অনেক রাস্তা বাকি, যুদ্ধ বাকি, ভালোবাসা বাকি, শেখা বাকি। ধন্যবাদ সকলকে যারা আমাকে বিশ্বাস করেছেন, ভরসা রেখেছেন আমাকে ভালোবেসেছেন তাঁদের অনেক ধন্যবাদ।' আর তাঁর সেই পোস্টে জুড়েছেন মিষ্টি বেশ কয়েকটি ছবি। মেয়ে হওয়ার আগে সাধে তোলা পরিবার ও অভিনেতা-স্বামী সুদীপের সঙ্গে তোলা ছবি। রয়েছে তাঁদের একরত্তি মেয়ে, তাঁদের পোষ্য-সহ অনিন্দিতার জীবনের আরও অনেক মুহূর্তের ছবি। যা তাঁর এই বছরটা আরও স্পেশাল করে তুলেছে।
চলতি বছরে মাতৃত্বের স্বাদ পেয়েছেন অনিন্দিতা। কোলে এসেছে কন্যাসন্তান। জীবনের নতুন ইনিংস শুরু করেছেন অভিনেত্রী। জীবনের এমন এক প্রাপ্তি তাঁর জীবন যে একেবারেই পালটে দিয়েছে সেকথা বলাই বাহুল্য। মা হওয়ার পর কিছুমাস পর্দা থেকে দূরে থাকলেও ধারাবাহিকে ফের নতুন ধরনের চরিত্রে দর্শকের দরবারে ফিরেছেন। পাওয়া না পাওয়ার মাঝে সবার ভালোবাসাকে পাথেয় করে নতুন বছরে এগিয়ে যাওয়ার কথা বললেন অভিনেত্রী।
