সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে থাকলে বিবিধ সমস্যা, কটূক্তি যেন পিছু ছাড়ে না। তারকারা এই সমস্যায় সবথেকে বেশি জর্জরিত হন বললে অত্যুক্তি হবে না। একে যেন বলা যায় খ্যাতির বিড়ম্বনা। এসবের সঙ্গেই রয়েছে সোশাল মিডিয়ার দৌলতে নানা সমস্যা। ভুয়ো অ্যাকাউন্ট থেকে ছবি বিকৃত করে তা ব্যবহার করা, এসব যেন অভিনেতা-অভিনেত্রীদের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে রীতিমতো। এবার সেই তালিকাভুক্ত হলেন টেলিভিশনের 'মিশকা' থুরি অভিনেত্রী অহনা দত্ত। হঠাৎ ঠিক কী ঘটল অভিনেত্রীর সঙ্গে?
সোশাল মিডিয়ায় অহনা বেশ সক্রিয়। মাতৃত্বকালীন সমস্ত জার্নি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। মেয়ে জন্মানোর আগেও নিজের জীবনের নতুন জার্নি কীভাবে উপভোগ করছেন তা তুলে ধরেছেন সোশাল মিডিয়ায়। ঠিক সেভাবেই মেয়ে কোলে আসার পরও তার রোজনামোচা সকলের সঙ্গে ভাগ করে নেন অহনা। তবে তা একেবারেই ফেসবুক ও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোষ্ট করেন তিনি। অভিনেত্রীর সেইসব ভিডিও ব্যবহার করেই ইউটিউবে তাঁর নামে নতুন চ্যানেল তৈরি করে তা রীতিমতো পোস্ট করা হচ্ছে। সেই চ্যানেল কোনভাবেই অহনার নয়। এবার এই নিয়ে সরব হলেন অভিনেত্রী। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে অহনা এদিন সকলকে এই বিষয়ে সতর্ক করেন।
এদিন এই নিয়ে ভিডিওটিতে 'মিশকা' বলেন, "আমার নতুন ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি আসবে। তবে এই চ্যানেলটি একেবারেই আমার নয়। আমার সঙ্গে এর কোনও যোগ নেই। আপনার অনেকদিন ধরেই বলেছেন আমাকে। আমি কোনও পদক্ষেপ করিনি। তবে আমি এর বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যাবস্থা নেব।" আপাতত সন্তানের সঙ্গেই সময় কাটানোকে প্রাধান্য দিচ্ছেন অহনা। অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। এখুনি পুরোদমে কাজে না ফেরার সিদ্ধান্তই নিয়েছেন অহনা।
