shono
Advertisement
Ahona Dutta

মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরছেন অহনা, এবার কোন চরিত্রে অভিনেত্রী?

কবে, কোন ধারাবাহিকে দেখা যাবে অহনাকে?
Published By: Arani BhattacharyaPosted: 05:00 PM Nov 20, 2025Updated: 05:00 PM Nov 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দায় 'মিশকা' চরিত্রে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। কাজ থেকে বেশ কিছুমাসের বিরতি নিয়েছিলেন তিনি। মাতৃত্বের স্বাদ উপভোগ করতে ব্যস্ত এই মুহূর্তে অভিনেত্রী। কোল আলো করে এসেছে মেয়ে মীরা। বেশ কিছু মাস মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে এবার কাজে ফিরছেন অহনা। কবে, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

Advertisement

সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি হয়ে গিয়েছে অহনার লুক সেট। খুব তাড়াতাড়ি নাকি হবে ধারাবাহিকের প্রোমোর শুটিং। অহনার নতুন ধারাবাহিক নাকি আসতে চলেছে জনপ্রিয় বাংলা চ্যানেলে। তবে কোন সময় এই নতুন ধারাবাহিকের সম্প্রচার হবে তা এখনও জানা যায়নি। নতুন প্রোমো আসার সঙ্গে সঙ্গেই সেই দিনক্ষণ প্রকাশ্যে আসবে বলেই ধারণা করছেন অনেকে। নতুন ধারাবাহিকে কোন চরিত্রে দেখা যাবে অহনাকে তা যদিও এখনও খোলসা করেননি অহনা বা ধারাবাহিকের টিম।

অন্যদিকে জীবনের নতুন ইনিংস শুরু করার পর বেশ কিছু শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেত্রী। কাজে ফেরার আগে তাই জিমে গিয়ে ঘাম ঝরাতে ব্যস্ত অহনা। আর তার মাঝেই ঘটে গিয়েছে তাঁর সঙ্গে অনভিপ্রেত একটি ঘটনা। জিম সেরে ওই পোশাকে বাড়ি ফেরার সময় রাস্তার মানুষজন তাঁর দিকে অদ্ভূত দৃষ্টিতে তাকিয়ে থাকেন। যা দেখে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন অহনা। সোচ্চারও হয়েছেন এই বিষয় নিয়ে। বলেছেন যে, আজকাল নাকি আর তিনি রাস্তায় চলাফেরা করতে স্বচ্ছন্দ্য হচ্ছেন না। গাড়ি ছাড়া নাকি কোথাও যেতে হলে তাঁর রীতিমতো ভয় পায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি হয়ে গিয়েছে অহনার লুক সেট।
  • খুব তাড়াতাড়ি নাকি হবে ধারাবাহিকের প্রোমোর শুটিং।
  • অহনার নতুন ধারাবাহিক নাকি আসতে চলেছে জনপ্রিয় বাংলা চ্যানেলে।
Advertisement