সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হয়েছেন কয়েক মাস হল। অভিনয় থেকে ছোট্ট বিরতি নিয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। কোল জুড়ে মাস কয়েক আগেই এসেছে কন্যাসন্তান। আদর করে শাশুড়িমার নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রেখেছেন মীরা। তবে অভিনয় থেকে এই মুহূর্তে দূরে থাকলেও সোশাল মিডিয়ায় অহনা বেশ সক্রিয়। মেয়ের নানা মুহূর্তের ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। কিন্তু এসবের মাঝেই অহনার (Ahona Dutta) নতুন ভিডিওর ক্যাপশন অবাক করেছে সবাইকে। নতুন একটি ভিডিও পোষ্ট করে অহনা তার ক্যাপশনে লিখেছেন, 'আমার মার সঙ্গে পরিচয় করো।' যা দেখে বেশ অবাক হয়েছে নেটপাড়া।
আসলে মা চাঁদনী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বেড়েছে অনেকদিন আগেই। এমনকী অহনা যখন সন্তানসম্ভবা তখনও একদিনের জন্য মায়ের সান্নিধ্য পায়নি সে। তাই এই ভিডিওর ক্যাপশন খানিক অবাক করেছিল সকলকে। অনেকেই মনে করেছিল যে তাহলে কি সব দ্বন্দ্ব ভুলে ফের মায়ের সঙ্গে সম্পর্ক জোড়া লাগল অহনার? তবে সেই ভুল ভাঙল ভিডিও দেখা শুরু করতেই দেখা গেল নিজের গর্ভধারিণী মা নন বরং নিজের মেয়ে মীরার সঙ্গেই পরিচয় করালেন অহনা।
এখানেই শেষ নয়, মেয়েকে কোলে তুলে নিয়ে দেখিয়ে বললেন, 'এই যে আমার মা'। আসলে আমি যখন ওকে বাড়িতে রেখে কাজে বেরোচ্ছি ও তখন একটুও কান্নাকাটি করছেনা। সারাদিন ভালো মেয়ের মতো থাকছে। মানে ভাবুন ও এখন থেকেই কতটা বুঝদার হয়েছে। আমার থেকেও বড় হয়ে গিয়েছে ও। আমাকে কতটা বোঝে। একটুও কান্নাকাটি করে না। আর তাহলে তো ও আমার মা হল তাই না?'
