shono
Advertisement
Ahona Dutta

অহনার গাড়িতে মদ্যপের তাণ্ডব! নরেন্দ্রপুরে দম্পতিকে চূড়ান্ত হেনস্তা, কী ঘটেছে? জানালেন অভিনেত্রী

মাঝরাস্তায় হেনস্থার শিকার হন অহনা ও তাঁর স্বামী দীপঙ্কর রায়। ওই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাগ করে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী।
Published By: Arani BhattacharyaPosted: 04:34 PM Jan 17, 2026Updated: 05:35 PM Jan 17, 2026

পথেঘাটে তারকাদের হেনস্তা হওয়ার ঘটনা নতুন কিছু নয়। অনেকসময়ই তারকাদের গাড়ি আটকে মাঝরাস্তায় তাঁদের নানাভাবে হেনস্তার অভিযোগ উঠে এসেছে অতীতে। এবার সেই তালিকায় নাম জুড়ল অভিনেত্রী অহনা দত্তের। মাত্র এক মাস আগে অভিনেত্রীর কেনা গাড়িতে সজোরে ধাক্কা মারে  মদ্যপ এক ব্যক্তি। এরপর রীতিমতো মাঝরাস্তায় হেনস্তার শিকার হন অহনা (Ahona Dutta) ও তাঁর স্বামী দীপঙ্কর রায়। ওই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাগ করে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। ঠিক কী ঘটেছিল? 

Advertisement

ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর সংলগ্ন এলাচি সংঘের কাছে। সোশাল মিডিয়ায় অহনা একটি ভিডিও পোস্ট করে জানান যে, তাঁদের গাড়িটি রাস্তার একপাশে দাঁড় করানো ছিল। তাঁদের গাড়ির সামনে থাকা গাড়িটি হঠাৎই তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। অহনার অভিযোগ, তাঁর স্বামী দীপঙ্কর বারবার হর্ন দেওয়ার পরও সামনের গাড়ির চালক তাতে কোনও তোয়াক্কা করেনি। বরং ধাক্কা মারার পর বলে তিনি নাকি শুনতে পাননি। অহনার পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায় রীতিমতো দুমড়ে মুচড়ে গিয়েছে তাঁর গাড়ির সামনের অংশ, গাড়ির দরজারও যথেষ্ট ক্ষতি হয়েছে। 

 

অহনার আরও অভিযোগ, ওই মদ্যপ ব্যক্তির পাশে দাঁড়ান স্থানীয়রা। অহনা বা তাঁর স্বামীকে কোনওরকম সহযোগিতা তাঁরা করেননি। এমনকী অহনা এও বলেন যে, শুধুমাত্র তিনি ছিলেন বলেই, আরও খারাপ পরিস্থিতি এড়ানো গিয়েছে। অভিনেত্রী যদি সেখানে উপস্থিত না থাকতেন তাহলে তাঁর স্বামীর গায়ে হাত তুলতেও পিছপা হতেন না ওই ব্যক্তি ও স্থানীয়রা। তবে গাড়ির ক্ষতি হলেও অহনা ও দীপঙ্কর দু'জনেই সুস্থ আছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement