সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ভালোবেসে ফেলেছি' বলে প্রাণখোলা স্বীকারোক্তি হঠাৎই অভিনেত্রী অহনা দত্তর। ভাবছেন বিষয়টা কী? তাহলে কি নতুন কাউকে মন দিলেন তিনি? না, একেবারেই তা নয়। আসলে সদ্য শেষ হয়েছে 'অনুরাগের ছোঁয়া'র শুটিং। তবে শেষ হলেও তার রেশ থেকে গিয়েছে। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'র প্রায় চার বছরের পথ চলা শেষ। অথচ 'মিশকা' চরিত্রকে এখনও ছেড়ে বেরোতে পারেননি অভিনেত্রী অহনা। তাঁর সোশাল মিডিয়াতে চোখ রাখতেই তার আভাস মিলল। 'মিশকা'র স্মৃতিতে ডুব দিয়ে কী পোস্ট করলেন অভিনেত্রী?
'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে 'মিশকা' চরিত্রে বেশ কয়েকটি লুক নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন অহনা (Ahona Dutta)। ক্যাপশনে লিখেছেন, 'মিশকা জানিনা এই নামটার পাশে এই লাল রঙের ইমোজিটা মানায় কিনা তবে আমি মিশকাকে এই চার বছরে ভালোবেসে ফেলেছি। তোমাকে আমি বিদায় দেবো না বরং তুমি আমার সাথে রয়ে যাবে আমার প্রথম চরিত্র হয়ে। আমার প্রথম পরিচিতি হয়ে এবং অনেক বড় শিক্ষা হয়ে। মিশকাকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।' 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের শেষ দিনের শুটিংয়ের পর কেকে কেটে দীর্ঘ জার্নি উদযাপন করা হয়। সেখানেও উপস্থিত ছিলেন অহনা।
ওই পোস্টে নিজের স্বামী দীপঙ্করকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। এই ধারাবাহিকে তাঁর এই বিভিন্ন লুক তৈরি করেছিলেন দীপঙ্কর নিজে। এই ধারাবাহিকের হাত ধরেই দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন অহনা। পরবর্তীতে রাজ চক্রবর্তী 'সন্তান' ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ এসেছে তাঁর। সেই ছবিও খুবই জনপ্রিয়তা পেয়েছে। তবে মিশকা চরিত্রই তাঁর কাছে এনে দিয়েছিল সাফল্য ও পরিচিতি। খলচরিত্রে নজর কেড়েছিলেন অহনা। মেয়ে মীরার জন্মের পর কিছুটা বিরতি নিয়েছিলেন কাজ থেকে তিনি। এরপর ফের কাজে ফেরার প্রস্তুতি শুরু করেছেন। খুব তাড়াতাড়িই নাকি অহনাকে ফের দেখা যাবে পর্দায়।
