সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিপাড়ায় ফের নাকি বাজতে চলেছে বিয়ের সানাই। ভাবছেন কার বিয়ে হতে চলেছে? শোনা যাচ্ছে, এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলিপর্দার 'খুকুমণি' অর্থাৎ জনপ্রিয় অভিনেত্রী দীপান্বীতা রক্ষিত। পাত্র কে?
শোনা যাচ্ছে যে, এই ডিসেম্বরেই নাকি আইনি বিয়ে সারবেন দীপান্বিতা। পাত্র নাকি পেশায় পশু চিকিৎসক। পশুপ্রেমী দীপান্বিতা তাঁর কাছে নিজের পোষ্যদের চিকিৎসা করাতে নিয়ে যেতেন। সেই সূত্রেই নাকি দু'জনের আলাপ। তারপর বন্ধুত্ব ও প্রেম। দু'জনেই নাকি বাঁকুড়ার বাসিন্দা। শোনা যাচ্ছে, তাঁদের নাকি প্রায় চার বছরের পরিচয় তবে এক বছরের সম্পর্কে থাকার পর এবার আইনি বিয়ে সারবেন অভিনেত্রী। পরিবার ও ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতেই নাকি হবে সবটা।
অন্যদিকে স্টার জলসার নতুন ধারাবাহিক 'আমি শুধু চেয়েছি তোমায়' ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন দীপান্বীতা। তাঁর বিপরীতে দেখা যাবে শুভ্রজিৎ সাহাকে। ইতিমধ্যেই ধারাবাহিকের অন্যান্য চরিত্রদের লুক টেস্ট হয়েই গিয়েছে। শুটিং শুরু হতে বাকি আর মাত্র কিছুদিন। শুটিং শুরু হলে বাড়বে কাজের ব্যস্ততা। সেজন্যই নাকি চটজলদি আইনি বিয়ে সেরে ফেলতে চলেছেন অভিনেত্রী। যদিও এই নিয়ে এখনও কিছু জানাননি অভিনেত্রী।
