সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'কথা' ধারাবাহিকের হাত ধরেই তাঁদের কাছাকাছি আসা। ধীরে ধীরে জমেছে রসায়ন। পর্দাতেও এবং বাস্তবেও। শুটিংফ্লোরে অবসর সময়ে তাঁদের নানা খুনসুটির মুহূর্ত নজর কেড়েছে দর্শকের। সোশাল মিডিয়ার দৌলতে সে সব চাক্ষুষ করেছেন তাঁদের অনুরাগীরা। পর্দার 'গোবরদেবী' আর 'পাচকমশাই'র রসায়ন পর্দার বাইরেও ম্যাজিক সৃষ্টি করেছে। বহুদিন ধরেই তাঁরা বেশ চর্চায়। বাস্তবে নাকি প্রেম করছেন তাঁরা এমনটাও গুঞ্জন। আর সেই গুঞ্জনের আগুনে ঘৃতাহুতি দিয়েছে সাহেবের উদ্দেশ্যে করা সুস্মিতার সোশাল মিডিয়া পোস্ট।
১৭ নভেম্বর অভিনেতা সাহেব ভট্টাচার্যের জন্মদিন। এদিন মধ্যরাতে সাহেবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিশেষ পোস্ট করেন সুস্মিতা। যা দেখে অনেকেরই মনে হয়েছে নিজেদের চর্চিত সম্পর্কে একপ্রকার সিলমোহর দিয়েছেন টেলিপর্দার অভিনেত্রী। সাহেবের বাহুলগ্না হয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন সুস্মিতা। সেখানে দেখা যাচ্ছে সুস্মিতার মুখে ১০০ ওয়াটের হাসি। সাহেবও কম যান না। একে অপরের দিকে তাকিয়ে হাসিমুখে। আলো ঝলমলে পরিবেশের প্রতিচ্ছবি যেন তাঁদের চোখেমুখেও। ওই পোস্টে সাহেবকে উদ্দেশ্য করে সুস্মিতা লিখলেন, 'শুভ জন্মদিন কিং ভট্টাচার্য। ইউনিভার্স এবং রাধারানি যেন তোমাকে সমস্ত আশীর্বাদ উজাড় করে দেন। তুমি অত্যন্ত পজিটিভ একজন মানুষ।'
তবে পোস্টের শেষের লাইনে চমকে দিয়েছেন সুস্মিতা লিখেছেন, 'সকলের জীবনে যেন এমন একজন সাহেব ভট্টাচার্য থাকে।' কিছুদিন আগেই 'ন্যাশনাল ক্রাশ' রশ্মিকা মন্দানাও এমন এক মন্তব্য করেছিলেন বিজয় দেবরাকোণ্ডাকে নিয়ে।
সেই একই পথেই কি হাঁটলেন সুস্মিতা। এভাবেই মনের আগল খুলে আকারে ইঙ্গিতে সকলকে মনের কথা জানিয়ে দিলেন তিনি? বোঝালেন তাঁর সঙ্গে সাহেবের সম্পর্কের রসায়নের কথা? সুস্মিতার পোস্টের পরেই এই প্রশ্নের উত্তর খুঁজছে নেটপাড়া।
