বিদিশা চট্টোপাধ্যায়: ছোট পর্দা থেকে বড় পর্দা এমনকি ওয়েব প্ল্যাটফর্ম সব মাধ্যমেই এরমধ্যে কাজ করে ফেলেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। অভিনয়ের জার্নি শুরু করেছিলেন স্টার জলসার 'ভজ গোবিন্দ' ধারাবাহিকের হাত ধরে। সাম্প্রতিক কালে শুটিং শেষ করেছেন উইনডোজের ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'এ। অন্যদিকে হইচইয়ের 'গভীর জলের মাছ' জনপ্রিয় ওয়েব সিরিজে ভিন্ন রকমের চরিত্রে নজর কেড়েছেন অভিনেত্রী। শেষ তাঁকে দেখা গিয়েছিল জি বাংলার 'তোমার খোলা হাওয়া' ধারাবাহিকে। দীর্ঘ বিরতি শেষে ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকে স্বস্তিকার লুক। কয়েকদিনের মধ্যে প্রকাশ্যে আসবে ধারাবাহিকের প্রচার ঝলক।
যদিও তাঁর এখনও পর্যন্ত শেষ ধারাবাহিক শেষে তিনি বলেছিলেন সেই অর্থে আর ছোট পর্দায় অভিনয় করার পরিকল্পনা নেই। তবে সেই সিদ্ধান্তে বদল এনে ফের ধারাবাহিকে ফিরছেন তিনি। প্রায় আট বছর ফের স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থার হাত ধরে স্টার জলসার নতুন ধারাবাহিক 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'তে ফিরছেন স্বস্তিকা। নামভূমিকায় অভিনয় করবেন তিনিই। তার আগে সংবাদ প্রতিদিন ডিজিটালের সঙ্গে নতুন কাজ নিয়ে কথা বললেন অভিনেত্রী। স্বস্তিকা বলেন, "আমার টেলিভিশনে কাজ করব এইরকম কোনও প্ল্যান ছিল না , এটা একেবারে হঠাৎ করেই হয়েছে । তাছাড়া আমি তো অভিনয় করতে এসেছি। ছোট, বড় বা মাঝারি পর্দার মাধ্যম দেখে কাজ করার চেয়েও আমার কাছে অভিনয় করাটা জরুরি। আর খুব কম অভিনেতাই আছেন যাঁরা ধারাবাহিক, সিনেমা আর ওয়েব সিরিজেও একইসঙ্গে অভিনয় করছে।"
স্বস্তিকা আরও বলেন, "বছর শেষে আমার সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’, ‘ওয়েব সিরিজ খুঁজেছি তোকে রাত বেরাতে ‘মুক্তি পাবে । তারই মধ্যে এই অফারটা এমন একজনের কাছ থেকে এসেছে যাকে আমি অন্তত না করতে পারব না , তিনি ব্লুজ প্রোডাকশনের স্নেহাশিস চক্রবর্তী। আর এই চরিত্রের ব্রিফ শুনে, ৬ মিনিটেই হ্যাঁ বলেছিলাম । আমি মনে করি যদি কেউ ছোট পর্দায় কামব্যাক করতে চায় তাহলে এমন চরিত্র ছাড়া করা যায় না । 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' আমাকে তেমন একটা সুযোগ করে দিয়েছে । এটুকু বলতে পারি সমাজ বদলানোর একটা পদক্ষেপ রয়েছে এই ধারাবাহিকে।" শোনা যাচ্ছে, এখনও নাকি শুরু হয়নি ধারাবাহিকের শুটিং। ধারাবাহিকের ট্যাগলাইনও বেশ মন ছুঁয়ে গিয়েছে সকলের। 'হাত শুধু বীণা ও পুস্তক নয়, মাঝে মাঝে বেতও তুলে নিতে হয়।' বোঝাই যাচ্ছে সাম্প্রতিককালের সমাজের প্রেক্ষাপটের উপর ভিত্তি করেই বোনা হয়েছে ধারাবাহিকের গল্প। বেশ কড়া ধাঁচের প্রফেসরের চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে।
