shono
Advertisement
Jagddhatri Serial

নতুন মেগার সম্প্রচারের সময় ঘোষণা হতেই 'জগদ্ধাত্রী' শেষ হওয়ার গুঞ্জন! আদৌ কি সত্যি?

শুরু হয়েছে 'জগদ্ধাত্রী' নিয়ে নতুন গুঞ্জন।
Published By: Arani BhattacharyaPosted: 05:10 PM Nov 23, 2025Updated: 06:15 PM Nov 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি বাংলার জনপ্রিয় এক ধারাবাহিক নিয়ে নানা চাপানউতোরের মাঝেই শুরু হয়েছে 'জগদ্ধাত্রী' (Jagddhatri Serial) নিয়ে নতুন গুঞ্জন। স্টুডিওপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, এই ধারাবাহিক নাকি শেষের পথে। যদিও টিআরপি তালিকাতে এখন নিজের জায়গা ধরে রেখেছে 'জগদ্ধাত্রী'। এই গুঞ্জন আরও জোরাল হয়েছে বেশ করেছি প্রেম করেছি' ধারাবাহিকের স্লট ঘোষণা হওয়ার পরই।

Advertisement

এর নেপথ্যে কোন কারণ? এই প্রশ্ন মনে আসতেই পারে। সেক্ষেত্রে বলে রাখা ভালো 'ব্লুজ'র প্রযোজনায় আরও এক ধারাবাহিক 'বেশ করেছি প্রেম করেছি'র স্লট ঘোষণা হয়েছে। আর তার পরই দেখা যায় 'জগদ্ধাত্রী'র স্লটেই আসছে সেই ধারাবাহিক। এরপর থেকেই দর্শক-অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে তাহলে কি বন্ধ হচ্ছে 'জগদ্ধাত্রী'? এই নিয়ে ধারাবাহিকের নায়ক অর্থাৎ সৌম্যদীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের কাছে এই নিয়ে কোনও খবর এখনও নেই। তাঁদের নাকি এখনও পুরোদমে শুটিং চলছে।

কিছুদিন আগের নিউ এজ রোম্যান্সের গল্প নিয়ে নতুন ধারাবাহিক 'বেশ করেছি প্রেম করেছি'র স্লট ঘোষণা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে সন্ধ্যা সাতটায় সম্প্রচারিত হবে নতুন এই ধারাবাহিক। আর তারপর থেকেই 'জগদ্ধাত্রী'র স্লট পিছিয়ে যাওয়ার নানা গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই নিয়ে প্রযোজনা সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি। উল্লেখ্য, ২০২২ সালের আগস্ট মাসে জার্নি শুরু করেছিল 'জগদ্ধাত্রী'। দাপটের সঙ্গে পার করেছে এক হাজারের বেশি পর্ব। শুধু তাই নয়, প্রতি সপ্তাহের টিআরপি তালিকাতেও প্রথম পাঁচের মধ্যে থাকে 'জ্যাস' 'স্বয়ম্ভূ' ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। এখন দেখার এই গুঞ্জনের মধ্যে টিমের তরফে কোন আনুষ্ঠানিক ঘোষণা আদৌ করা হয় কিনা ধারাবাহিকের জার্নি শেষ হওয়া নিয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্টুডিওপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, এই ধারাবাহিক নাকি শেষের পথে।
  • যদিও টিআরপি তালিকাতে এখন নিজের জায়গা ধরে রেখেছে 'জগদ্ধাত্রী'।
  • এই গুঞ্জন আরও জোরাল হয়েছে বেশ করেছি প্রেম করেছি' ধারাবাহিকের স্লট ঘোষণা হওয়ার পরই।
Advertisement