সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়ার হাঁড়ির খবর জানতে কার না মন চায়? প্রায় প্রতিদিনই নিয়ম করে চলে আসে নানা মুচমুচে ঘটনা। সেসব নিয়ে জলঘোলা বা বিতর্কও কম হয় না। একসঙ্গে কাজ করতে গিয়ে শুটিং ফ্লোরে নায়ক-নায়িকার মধ্যেকার দ্বন্দ্বও নতুন কিছু নয়। ঠিক সেভাবেই বেশ কিছুদিন আগে বাংলা টেলিভিশনের এক অনস্ক্রিন জুটিকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছিল। তা সামলাতে রীতিমতো কোমর বেঁধে ময়দানে নেমেছিল প্রযোজনা সংস্থার সকলে। সবার মধ্যস্থতায় নাগালে আসে বিষয়টা।
ঠিক কী ঘটেছিল? নায়িকার অভিযোগ ছিল ধারাবাহিকের নায়ক নাকি রাতবিরেতে তাঁকে আপত্তিকর মেসেজ পাঠান। এই বাগবিতণ্ডা এতদূর গড়ায় যে, সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসে তাঁদের হোয়াটসঅ্যাপ চ্যাটের বিভিন্ন স্ক্রিনশট পোস্টের আকারে। কিছু সময় গড়াতেই যদিও সমস্যার সমাধান হয়েছে বলে সেই মুহূর্তে জানা গিয়েছিল। তবে এখন শোনা যাচ্ছে, আপাত দৃষ্টিতে সমাধান হয়েছে মনে করা হলেও আদতে সেই সমস্যা মেটেনি। সেটে নাকি প্রায় প্রতিদিনই নানা কারণে তাঁদের মধ্যে বিরোধ লেগেই রয়েছে। নায়ক এসে প্রতিদিন ফ্লোরে পৌঁছে গেলেও নায়িকা আসছেন অনেকক্ষণ পর। ঘনিষ্ঠ দৃশ্য থাকলে তা নাকি ফ্লোরে গিয়ে নিজের সুবিধামতো করতে বলছেন নায়িকা।
এই অবধিও বেশ চলছিল, ছন্দপতন হল সম্প্রতি নায়কের প্রতি নায়িকার বেঁধে দেওয়া শর্তে। রোম্যান্টিক সিন থাকলেও কোনওভাবেই সেখানে নায়ককে ছুঁতে দেওয়ার অনুমতি দেবেন না তিনি। ক্যামেরার কারসাজিতেই হচ্ছিল শুটিং। এরপর এই ঘটনায় ধারাবাহিকের নায়ক এতটাই অপমানিত হন বলে দাবি করেন যে তিনি এই ধারাবাহিক থেকে সরে দাঁড়ান। এখন এর ফলে জনপ্রিয় বাংলা ধারাবাহিকটি যে বড় প্রশ্নের মুখে পড়েছে, তা বলাই বাহুল্য। আগামীতে ধারাবাহিকের শুটিংও বন্ধ হবে বলে আশঙ্কা করছেন অনেকেই। নায়কের আরও দাবি, প্রযোজনা সংস্থা নাকি একপেশে মনোভাব দেখিয়েছে বরাবর। কোনও সমস্যাতেই নায়কের কথা ভাবেননি নায়িকা ও সর্বোপরি প্রযোজনা সংস্থা।
