shono
Advertisement
Bharti Singh

দ্বিতীয় সন্তান প্রসবের আগে ভয়াবহ কাণ্ড! কোন অভিজ্ঞতার কথা জানালেন ভারতী?

দ্বিতীয় সন্তানের নাম কী রেখেছেন তাও জানালেন ভারতী।
Published By: Arani BhattacharyaPosted: 06:45 PM Dec 21, 2025Updated: 06:45 PM Dec 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার সংসারে এসেছে নতুন অতিথি। দ্বিতীয়বার তাঁদের কোল আলো করে এসেছে পুত্রসন্তান। দ্বিতীয়বার সন্তানের জন্মের পর এবার তাঁর ভ্লগের একটি বিশেষ ভিডিও ভাগ করে নিলেন ভারতী তাঁর সোশাল মিডিয়ায়। আর সেখানেই জানালেন দ্বিতীয়বার সন্তানের জন্ম দিতে গিয়ে ঠিক কোন পরিস্থিতির মুখে পরেছেন তিনি। শুধু তাই নয়, দ্বিতীয় সন্তানের নাম কী রেখেছেন তাও জানালেন ভারতী।

Advertisement

ভারতী তাঁর ওই ভ্লগে বলেন, "আমি গোলাপি আর নীল দুই রঙের জামা নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। ভেবেছিলাম মেয়ে হলে গোলাপি জামাটা পরাব আর ছেলে হলে নীলটা। আমাকে শেষ অবধি নীল জামাটাই পরাতে হয়। কারণ আমাদের ছেলে হয়েছে। ওর নাম কাজু। আমাদের প্রথম সন্তান গোলা খুবই আনন্দ পেয়েছে। ও ভাইকে পেয়ে খুবই খুশি। কাজুকে এখন সবার সামনে আনতে পারব না। যদি আনি এখন তাহলে আমার মা-বাবা খুবই রেগে যাবেন। তাই ওরা যখন বলবে তখনই সামনে আনবো।"

 

শুধু তাই নয়, ভ্লগে নিজের দ্বিতীয় সন্তান হওয়ার সময়ের ভয়াবহ অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ভারতী বলেন, "আমার দ্বিতীয় সন্তান জন্মের দিন আমি সকাল ছটার সময় হঠাৎই দেখি আমার সারা জামাকাপড় ভিজে গিয়েছে। আমার আসলে 'ওয়াটার ব্রেক' শুরু হয়ে গিয়েছিল। তৎক্ষণাৎ আমি আমার ডাক্তারকে ফোন করি। তিনি আমাকে দ্রুত হাসপাতালে ভর্তি হতে বলেন।" এমনকী ওই মুহূর্তের বশ কিছু ভিডিও ভারতী নিজের মুঠোফোনবন্দি করেছিলেন। সেটাও সকলের সঙ্গে তুলে ধরেন। বলেন, "আমি রীতিমতো কাঁপছি। আমার জামাকাপড় ভিজে গিয়েছে। এরপর আমার জন্য আর কী কি অপেক্ষা করছে জানি না। খুবই ভয় পাচ্ছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতী তাঁর ওই ভ্লগে বলেন, "আমি গোলাপি আর নীল দুই রঙের জামা নিয়ে হাসপাতালে গিয়েছিলাম।"
  • "ভেবেছিলাম মেয়ে হলে গোলাপি জামাটা পরাব আর ছেলে হলে নীলটা। "
  • "আমাকে শেষ অবধি নীল জামাটাই পরাতে হয়।"
Advertisement