shono
Advertisement
Salman Khan

পুরনো রাগের জের! সলমনকে একহাত নিলেন অশনীর গ্রোভার

এবার সলমনকে একহাত নিলেন অশনীর।
Published By: Arani BhattacharyaPosted: 09:47 PM Sep 12, 2025Updated: 01:43 PM Sep 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশিদিন নয়, মাত্র একবছর আগের ঘটনা। নিজের স্বভাবগত মেজাজ নিয়েই গত বছর 'বিগ বস' সিজন ১৮'র মঞ্চে উদ্যোগপতি অশনীর গ্রোভারকে রীতিমতো একহাত নিয়েছিলেন ভাইজান সলমন খান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা একেবারেই ভুলে যাননি অশনীর। এক বছর পর সেই পুরনো কথাই তিনি ফিরিয়ে দিলেন ভাইজানকে। এবার সলমনকে একহাত নিলেন অশনীর নিজে।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়ালিটি শো নিয়ে প্রশ্ন করা হলে অশনীর বলেন, "টেলিভিশনে একটি জনপ্রিয় রিয়ালিটি শো হয়। যেখানে শোয়ের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় তার সঞ্চালককে। কারণ সে অত্যন্ত জনপ্রিয় এক মুখ। কারও নাম না করে অবনীশ এ কথা বললেও কারও বুঝতে বাকি থাকে না যে তিনি একথা সলমনকেই বলছেন। নেটিজেনরা বেশ ভালোই বুঝেছেন এই বিষয়।

অশনীর আরও বলেন, "রিয়ালিটি শোয়ের কেন্দ্রে মূলত প্রতিযোগীদের থাকা উচিত। কিন্তু দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত সেই শোয়ের কেন্দের থাকেন সঞ্চালক। এত বড় একটি রিয়ালিটি শো। সারাদিন প্রতিযোগীরা এত কষ্ট করেন। কিন্তু তাঁরা কেন্দ্রে থাকেন না। থাকেন সঞ্চালক। তিনি সপ্তাহান্তে আসেন। কিন্তু বাকি সময় তো প্রতিযোগীরাই কষ্ট করেন।" এখানেই আরও পরিষ্কার হয় কার দিকে তোপ দাগলেন অশনীর। উল্লেখ্য। গত 'বিগ বস'য়ে অশনীরকে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন সলমন। সলমনের বিরুদ্ধে অশনীরের আনা বেশ কিছু দাবি নিয়ে তাঁকে পালটা প্রশ্ন করেন ভাইজান। তা কতটা সত্যি তা প্রমাণ করার কথাও বলেন তাঁকে। এখান থেকেই ঘটনার সূত্রপাত। যার পালটা দিলেন বছর ঘুরে যাওয়ার পর অশনীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত বছর 'বিগ বস' সিজন ১৮'র মঞ্চে উদ্যোগপতি অশনীর গ্রোভারকে রীতিমতো একহাত নিয়েছিলেন ভাইজান সলমন খান।
  • সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়ালিটি শো নিয়ে প্রশ্ন করা হলে অশনীর বলেন, "টেলিভিশনে একটি জনপ্রিয় রিয়ালিটি শো হয়।"
  • কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা একেবারেই ভুলে যাননি অশনীর। এক বছর পর সেই পুরনো কথাই তিনি ফিরিয়ে দিলেন ভাইজানকে।
Advertisement