সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের মে মাস নাগাদ টেলি পর্দার অভিনেত্রী দীপিকা কক্করের যকৃতের দ্বিতীয় ধাপের ক্যানসার ধরা পড়ে। তারপর থেকেই দীর্ঘ চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। এগারো দিন হাসপাতালে মারণরোগের সঙ্গে লড়াই করে বাড়ি ফেরেন তিনি। কিন্তু হাসপাতাল থেকে ফিরেও শারীরিক জটিলতা কমেনি বরং তা বেড়েছে। এখন ফের নতুন জটিলতা দেখা দিয়েছে অভিনেত্রীর শরীরে।
গত ১০ জুলাই থেকে অভিনেত্রী টার্গেটেড থেরাপির মধ্যে দিয়ে যাচ্ছেন দীপিকা। এই চিকিৎসাপদ্ধতি শুরু হওয়ার পর থেকেই দীপিকার শরীরে দেখা দিয়েছে মাথা ঘোরা, গা বমি, ক্লান্তির মত একাধিক সমস্যা। পড়তে শুরু করেছে চুলও। দীপিকা তাঁর স্বাস্থ্যের আপডেট দিতে গিয়ে জানিয়েছেন, "সাধারণত টার্গেটেড থেরাপিতে সাধারণত চুল পরে না। কিন্তু আমার চুল ব্যাপকহারে পড়ছে। মাথা প্রায় ফাঁকা হতে শুরু করেছে আমার। আমাকে কিছুদিনের মধ্যে পরচুলা পড়তে হবে হয়তো। এছাড়াও আমার সারা মুখে ঘা হয়ে গিয়েছে। রক্তপরীক্ষা করে জানা গিয়েছে সম্প্রতি আমার থাইরয়েডও বেড়ে গিয়েছে। সেই কারণেই আমার সারা মুখে ঘা দেখা গিয়েছে। আমার আরও দেড় বছর টার্গেটেড থেরাপি চলবে।"
হিন্দি ছোটপর্দার চেনা মুখ দীপিকা। প্রাক্তন স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে ভোপালে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। বিয়ের পর থেকে বারবার বিতর্কে জড়িয়েছেন। কোলের সন্তান ছোট্ট রুহানকে নিয়ে সুখের সংসার তাঁদের। তারই মাঝে এই দুঃসংবাদে স্বাভাবিকভাবেই মনখারাপ তাঁর অনুরাগীদের। কোলের সন্তান এখনও স্তন্যপান করে। মাকে ছাড়া যেন একমুহূর্তও চলে না একরত্তির। আর এরই মাঝে অভিনেত্রীর জীবনে নানা বিপত্তি রীতিমতো বিপর্যয় তৈরি করেছে।
