shono
Advertisement
Ditipriya Roy Jeetu Kamal

জীতুর সঙ্গে দ্বন্দ্বে 'চিরদিনই তুমি যে আমার' ছাড়লেন দিতিপ্রিয়া, ধারাবাহিকের নতুন নায়িকা কে?

প্রযোজনা সংস্থার কাছে ধারাবাহিক চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে আর্টিস্ট ফোরাম।
Published By: Sandipta BhanjaPosted: 09:03 PM Nov 24, 2025Updated: 09:12 PM Nov 24, 2025

শম্পালী মৌলিক: সহ-অভিনেতা জীতু কমলের সঙ্গে দ্বন্দ্বে অবশেষে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন দিতিপ্রিয়া রায়। 'অপু-আর্য'র দ্বন্দ্বের পরিণতি যে এমন দিকে গড়াবে, সেটা সম্ভবত নির্মাতারাও ভাবতে পারেননি! গত শুক্রবারই সিরিয়ালের সেটে ফিরেছিলেন জীতু কমল। খবর পেয়ে অনুরাগীরাও আশ্বস্ত হন, এই বুঝি 'অপু-আর্য'র দ্বন্দ্ব মিটল! এবার থেকে নির্বিঘ্নে সিরিয়ালের শুটিং হবে! তবে শনিবার সাতসকালে ইন্ডাস্ট্রির অন্দরমহল মারফৎ জানা যায়, অভিনেত্রী মহিলা কমিশনের চেয়ার পার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে পরামর্শ চাওয়ার পাশাপাশি আর্টিস্ট ফোরামেও লিখিত অভিযোগ জানিয়েছেন। এরপরই শোনা যায়, 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন দিতিপ্রিয়া। এযাবৎকাল সেটা জল্পনা স্তরেও থাকলেও সোমবার সেই খবরে সিলমোহর পড়ল।

Advertisement

দিন কয়েক ধরেই 'আর্য-অপর্ণা' ওরফে জীতু-দিতিপ্রিয়ার দ্বন্দ্বে ধারাবাহিকের ভবিষ্যৎ প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল। প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষ একাধিবার বৈঠক করেও তাঁদের মতপার্থক্যের সমাধান সূত্র বের করার চেষ্টা করেছিল। তবে শেষরক্ষা হয়নি! শেষপর্যন্ত 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান দিতিপ্রিয়া রায়। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, সোশাল মিডিয়ায় জীতু ভক্তদের লাগাতার বিষোদগারে অভিনেত্রী মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন যে কাজেও মন বসছে না তাঁর। শনিবারই দিতিপ্রিয়া ধারাবাহিকে কাজ না করার ইচ্ছা প্রকাশ করেন। গত সপ্তাহান্তে দুই শিল্পীর সঙ্গেই ফোরাম আলোচনা করে। যেখানে চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থার প্রতিনিধিরাও ছিলেন। আলোচনার পর দিতিপ্রিয়াকে জানানো হয়, যেহেতু প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর লিখিত চুক্তি নেই, তাই ইন্ডাস্ট্রির প্রচলিত নিয়ম এবং ফোরামের নিজস্ব নিয়ম অনুযায়ী, কাজ ছাড়ার আগে অভিনেত্রী অন্তত দু’মাসের নোটিস দিতে বাধ্য। তবে দিতিপ্রিয়া তাঁর শারীরিক ও মানসিক অপরাগতার কারণ জানিয়ে নিয়ম শিথিলের আবেদন করেন যে, সবার সম্মতিতে যেন এই নোটিস পিরিয়ড ১৫ দিন করা হয়। এই বিষয়ে দিতিপ্রিয়ার ২৩ নভেম্বর মেল করার কথা ছিল। তবে অসুস্থতার কারণে রবিবার তিনি মেল করতে পারেননি।

সোমবার দুপুরে দিতিপ্রিয়া লিখিতভাবে জানিয়েছেন শারীরিক ও মানসিক অপারগতার কারণে তিনি আর ওই সিরিয়াল করতে পারছেন না। ফোরামও এই বিষয়ে তাঁকে 'জোর করা ঠিক হবে না' বলে মনে করেছে। এরপর ফোরাম বিষয়টি চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থার বিবেচনার জন্য পাঠিয়েছে। তাঁরা যে সিদ্ধান্ত নেবে সেখানে ফোরাম হস্তক্ষেপ করবে না বলে জানা গেল। আর্টিস্ট ফোরামের শুধু আবেদন, 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটি যেন বন্ধ না হয় কিংবা সমস্ত সহ-শিল্পী ও কলাকুশলীদের আর্থিক নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়। প্রসঙ্গত, 'এসভিএফ' প্রযোজনা সংস্থার এই ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয়। তবে মুখ্য নায়ক-নায়িকার মনোমালিন্যের কারণে 'এমন ঘটনা' বিরল। বিবাদের সময় জীতুর সম্পর্কে একাধিক অভিযোগ এনেছিলেন দিতিপ্রিয়া। জীতুও আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রেখেছিলেন। দীর্ঘ বিতণ্ডার সমাপ্তি এভাবেই হল। জীতু এবং দিতিপ্রিয়া দু'জনকেই যোগাযোগ করা যায়নি এই বিষয়ে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রত্যুষা পাল বা সৌমিতৃষা কুণ্ডু, কিংবা একদম নতুন মুখ আসতে পারে ধারাবাহিকে। তবে একথা নিশ্চিত যে, দর্শক 'প্রথম আর্য-অপর্ণা'র রসায়ন মিস করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সহ-অভিনেতা জীতু কমলের সঙ্গে দ্বন্দ্বে অবশেষে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন দিতিপ্রিয়া রায়।
  • 'অপু-আর্য'র দ্বন্দ্বের পরিণতি যে এমন দিকে গড়াবে, সেটা সম্ভবত নির্মাতারাও ভাবতে পারেননি!
  • সোমবার দুপুরে দিতিপ্রিয়া লিখিতভাবে জানিয়েছেন শারীরিক ও মানসিক অপারগতার কারণে তিনি আর ওই সিরিয়াল করতে পারছেন না।
Advertisement