সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং ফ্লোরে বুধবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা জীতু কমল। জানা যায়, আচমকাই বুকে ব্যথা অনুভব করছিলেন অভিনেতা। পাশাপাশি কাঁপুনি দিয়ে জ্বরও আসে জীতুর। এরপরই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। বর্তমানে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ‘আর্য’। সহ অভিনেতার অসুস্থতার খবরে রীতিমতো উদ্বিগ্ন তাঁর সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সোশাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেন অভিনেত্রী।
জীতুর দ্রুত আরোগ্য কামনা করে দিতিপ্রিয়া লেখেন, 'প্রার্থনা করি খুব তাড়াতাড়ি আমার স-অভিনেতা সুস্থ হয়ে উঠুক।' বেশ কিছু মাস আগের ঘটনা পর্দার 'আর্য'র সঙ্গে এক্কেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক হয়ে উঠেছিল 'অপর্ণা' দিতিপ্রিয়ার। যদিও প্রযোজনা সংস্থার মধ্যস্থতায় সেই সমস্যা মিটে গিয়ে ফের পর্দায় রসায়ন জমিয়েছেন তাঁরা। এমনকি টিআরপি তালিকায় সেরার শিরোপাও জিতে নিয়েছে তাঁদের ধারাবাহিক। এবার সহ-অভিনেতার অসুস্থতার খবরে চিন্তার ভাঁজ দিতিপ্রিয়ার কপালে।
সূত্রের খবর, হুগলির ধান্যকুড়িয়ায় প্রকাশ লাহিড়ি পরিচালিত ‘এরাও মানুষ’ ছবির শুটিং করছিলেন জীতু। সেসময়েই আচমকা বুকে ব্যথা অনুভব করেন তিনি। কাঁপুনি দিয়ে জ্বরও আসে তাঁর। পরিস্থিতি বেগতিক দেখে দেরি না করে তড়িঘড়ি কলকাতায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রসঙ্গত, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের পাশাপাশি বর্তমানে ‘এরাও মানুষ’ সিনেমার শুটিং করছেন জীতু। সূত্র মারফৎ খবর, একটানা শুটিংয়ের এই চাপ না নিতে পেরেই অসুস্থ পড়েছেন অভিনেতা।
