shono
Advertisement
Entertainmenmt News

জনপ্রিয় ধারাবাহিকের শুটিংয়ে রক্তারক্তি কাণ্ড! জখম ছোটপর্দার নায়িকা তিয়াসা

ঠিক কী হয়েছিল? এখনই বা কেমন আছেন নায়িকা?
Published By: Sucheta SenguptaPosted: 09:46 PM Nov 15, 2025Updated: 03:17 PM Nov 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় ও দীর্ঘদিন ধরে চলা বাংলার ধারাবাহিকের শুটিংয়ে দুর্ঘটনা! রক্তাক্ত ধারাবাহিকের অন্যতম নায়িকা তথা ছোটপর্দার পরিচিত মুখ তিয়াসা লেপচা। তাঁর হাঁটুতে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তিয়াসাকে ইঞ্জেকশন নিতে হয়। আপাতত তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানিয়েছেন নায়িকা নিজে। এর জন্য শুটিংয়ে তেমন প্রভাব পড়েনি বলেই খবর। তবে এই ঘটনার পর প্রোডাকশন ইউনিটের তরফে আরও সতর্কতার সঙ্গে কাজ হচ্ছে।

Advertisement

এই মুহূর্তে 'স্টার জলসা'র পুরনো ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'য় অভিনয় করছেন তিয়াসা লেপচা। ধারাবাহিকের তাঁর চরিত্রের নাম পরমা। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা রাহুল মজুমদার। এই ধারাবাহিকের শুটিং চলাকালীন ঘটে বিপত্তি। তিয়াসা জানাচ্ছেন, ফুলদানি ছোড়ার একটি দৃশ্যের শুট চলছিল। আগে তাঁকে প্রোডিউসার সব বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু ভারী ফুলদানি ছুঁড়তে গিয়ে তা তাঁর হাত থেকে পড়ে হাঁটুতে লাগে। কেটে যায় বেশ খানিকটা। গলগল করে রক্ত বেরতে থাকে। তিয়াসা আতঙ্কিত হয়ে পড়েন। তবে সঙ্গে সঙ্গেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। ইঞ্জেকশন দিতে 'অনুরাগের ছোঁয়া'র নায়িকাকে।

এখন কেমন আছেন তিয়াসা? জানালেন, আপাতত পায়ে ব্যথা খানিকটা কম। কাজ করতে বিশেষ অসুবিধা হচ্ছে না। তবে সতর্কতার কারণে সামান্য বিশ্রামে রয়েছেন। কমবয়সে বিয়ে, বিচ্ছেদ, বাংলা বিনোদন জগতে প্রবেশ, নতুন সম্পর্কে জড়ানো - হাজার বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রে থাকেন তিয়াসা লেপচা। সোশাল মিডিয়ায় তাঁর অগনিত অনুরাগী। তাঁরা সকলেই প্রিয় নায়িকার স্বাস্থ্য নিয়ে চিন্তিত। সকলে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জনপ্রিয় ধারাবাহিকের শুটিংয়ে রক্তারক্তি কাণ্ড!
  • জখম ছোটপর্দার নায়িকা তিয়াসা।
  • তবে এই ঘটনার পর প্রোডাকশন ইউনিটের তরফে আরও সতর্কতার সঙ্গে কাজ হচ্ছে।
Advertisement