সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ানগরী মুম্বইয়ের বুকে শ্বাস নেওয়াই দায় হয়ে দাঁড়িয়েছে। শীতের সকালে মুম্বইয়ের বাতাসে দূষণের পরিমাণ ঠিক এতটাই বেড়েছে যে বুক ভরে শ্বাস নিতে পারছেন না অভিনেত্রী হিনা খান। অভিনেত্রীর স্বাস্থ্যের অবস্থা প্রায় সকলেরই জানা। বেশ কিছু বছর ধরেই তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসারের মতো রোগ। সেই পরিস্থিতিতে তাঁকে বিশেষ যত্ন নিতে হয়। আর এখন মুম্বইয়ের বাতাসের দূষণ হিনার স্বাস্থ্যে ঠিক কতটা প্রভাব ফেলছে তা নিয়েই সোশাল মিডিয়ায় মুখর অভিনেত্রী।
মঙ্গলবার সকালে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে মুম্বইয়ের বাতাসের গুণমানসূচকের ছবিটা তুলে ধরেন হিনা। সঙ্গে লেখেন, 'শ্বাস নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। অনবরত কাশি হয়ে যাচ্ছে। এই দূষণের কারণে আমাকে বাইরে বেরনো আর কাজ করা প্রায় বন্ধ করতে হয়েছে। খুব খারাপভাবে এই সকালটা শুরু হল।' হিনার ওই শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে মুম্বইয়ের একিউআই ২০৯। যা অত্যন্ত ক্ষতিকর। যা নিয়ে চিন্তায় রয়েছেন প্রায় সকলেই।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন হিনা। স্তন ক্যানসারে আক্রান্ত হিনা ২০২৪ সালে প্রথম তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন। পরবর্তীকালে অস্ত্রোপচারও হয় তাঁর। অসুস্থতার খবর প্রকাশ্যে আনার পর বিয়ের পিঁড়িতেও বসেছেন হিনা। গাঁটছড়া বেঁধেছেন রকি জয়সওয়ালের সঙ্গে। দু'জনকে দেখা গিয়েছে একসঙ্গে 'পতি পত্নী আউর ও' রিয়ালিটি শোয়ে অংশ নিতেও। তবে সেখানে অংশ নিলেও কাজের সুযোগ আসা যে কমে গিয়েছে তা নিয়েও জানিয়েছিলেন হিনা। আক্ষেপ করেছিলেন যে, তাঁর অসুস্থতার জন্য কাজের সুযোগ পেতে তাঁকে বেগ পেতে হচ্ছে। ইন্ডাস্ট্রির কেউ তা নিয়ে সরাসরি না বললেও তা তিনি বেশ বুঝতে পারেন বলেই জানিয়েছিলেন তা এই শোয়েই জানিয়েছিলেন হিনা।
