সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরতি শেষে ফের ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। দীর্ঘ সময় দাপটের সঙ্গে বড়পর্দায় অভিনয় করছেন, অভিনয় করেছেন ছোটপর্দাতেও। প্রায় বছর চারেক আগে 'জীবনসাথী' ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় অভিনয় শুরু করেছিলেন। পরবর্তীতে 'জগদ্ধাত্রী' ধারাবাহিকেও দেখা গিয়েছিল ইন্দ্রাণীকে। অভিনেত্রীর দু'টি সিরিয়ালই স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থার। এবারও ছোটপর্দায় তাঁর প্রযোজনাতেই অভিনয় করতে চলেছেন ইন্দ্রাণী, এমনটাই খবর।
শোনা যাচ্ছে, ব্লুজ প্রোডাকশনের আগামী ধারাবাহিক 'বেশ করেছি প্রেম করেছি'তে দেখা যাবে ইন্দ্রাণীকে। গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করবেন তিনি। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে কৌশিকী পালকে। তার বিপরীতে রয়েছেন রাজদীপ গোস্বামী। ধারাবাহিকে কৌশিকী অভিনীত চরিত্রের মায়ের ভূমিকায় থাকবেন নাকি ইন্দ্রাণী। শোনা যাচ্ছে, বয়ঃসন্ধিকালের দোরগোড়ায় দাঁড়ানো দু'টি ছেলেমেয়ের গল্পই বলবে এই ধারাবাহিক। সব ঠিক থাকলে আগামী মাস থেকেই শুরু হবে ধারাবাহিকের শুটিং।
বলে রাখা ভালো, শুটিংয়ের পাশাপাশি ইন্দ্রাণী দত্ত সমানতালে তাঁর নাচের স্কুলও চালান। এক্ষেত্রেও তার অন্যথা হবে না। অন্যদিকে ইন্দ্রাণীকন্যা রাজনন্দিনী পালও এই মুহূর্তে ব্যস্ত স্টার জলসার 'রাজরাজেশ্বরী রানি ভবানী' ধারাবাহিকে। মুখ্য ভূমিকায় তাঁকে ওই ধারাবাহিকে দেখতে পাচ্ছেন দর্শক। তাঁর অভিনয়ও যথেষ্ট প্রশংসা পাচ্ছে। বলা যায় আগামী কিছুদিনের অপেক্ষার শেষে মা ও মেয়ে দু'জনকেই দেখা যাবে ছোটপর্দায়।
