shono
Advertisement
Jeetu-Ditipriya

সেটে জীতু-দিতিপ্রিয়ার মুখ দেখাদেখি বন্ধ! সমস্যা সমাধানে বৈঠকে বসছে প্রযোজনা সংস্থা!

জটিলতা নিরসনের পথ খুঁজতে এবার উদ্যত প্রযোজনা সংস্থা।
Published By: Arani BhattacharyaPosted: 05:21 PM Nov 17, 2025Updated: 08:51 PM Nov 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীতু কমল ও দিতিপ্রিয়া রায়কে নিয়ে যেন চর্চার শেষ নেই! টেলিভিশনের দুই অভিনেতা-অভিনেত্রীর দ্বন্দ্বের জেরে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের ভবিষ্যৎ। রোম্যান্টিক এই ধারাবাহিকের জুটি হিসেবে প্রথমে পর্দায় জার্নি শুরু করলেও পরে নানা সমস্যার সূত্রপাত। শুধু তাই নয়, রোম্যান্টিক দৃশ্যে ছুঁতে দেবেন না জীতুকে, এমন দাবিও নাকি তুলেছেন সম্প্রতি দিতিপ্রিয়া। এসবের পর রীতিমতো তরজা তুঙ্গে।

Advertisement

শোনা যাচ্ছে, এই ঘটনার জেরে শুটিং আটকে না থাকলেও দু'জনের মুখ দেখাদেখি বন্ধ হয়েছে। ডামি দিয়ে নাকি চলছে ধারাবাহিকের শুটিং। আর এইভাবে চলতে থাকলে টিআরপি তালিকায় ভালো রেটিং নিয়ে থাকা ধারাবাহিক প্রশ্নের মুখে পড়বে বলে আশঙ্কা প্রযোজনা সংস্থার। তা নিয়ে প্রযোজনা সংস্থার কপালে রীতিমতো ভাঁজ পড়েছে। আর তাই সোমবার সন্ধ্যাতে নায়ক-নায়িকা ও ধারাবাহিকের গোটা টিম এই নিয়ে মিটিংয়ে বসবে বলে শোনা যাচ্ছে। এই জটিলতা নিরসনের পথ খুঁজতেই নাকি এই পথে হাঁটবে প্রযোজনা সংস্থা। সম্প্রতি এই ঘটনার পর জীতু সোশাল মিডিয়ায় পোস্টও করেন।

জীতুর সেই পোস্টের পর থেকেই সোশাল মিডিয়ায় উত্তেজনা ছড়িয়েছে। জীতুর হয়ে গলা ফাটিয়েছেন তাঁর অনুরাগীরা। নায়ক-নায়িকার বাগবিতণ্ডার জেরে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে ধারাবাহিকের ভবিষ্যৎ। আগামীতে আদৌ ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক চলবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। সঙ্গে এই দাবিও জানিয়েছেন, যাতে জীতুর বিপরীতে দিতিপ্রিয়াকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু কোনও মূল্যেই জীতুকে নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শোনা যাচ্ছে, এই ঘটনার জেরে শুটিং আটকে না থাকলেও দু'জনের মুখ দেখাদেখি বন্ধ হয়েছে।
  • ডামি দিয়ে নাকি চলছে ধারাবাহিকের শুটিং।
  • আর এইভাবে চলতে থাকলে টিআরপি তালিকায় ভালো রেটিং নিয়ে থাকা ধারাবাহিক প্রশ্নের মুখে পড়বে বলে আশঙ্কা প্রযোজনা সংস্থার।
Advertisement