সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার থেকে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জীতু কমল ও দিতিপ্রিয়া রায়। এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় তাঁদের জুটি হিসেবে দেখতে পাচ্ছেন দর্শক। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে একসঙ্গে কাজ করছেন তাঁরা। আর্য-অপর্ণার জুটি পর্দায় সকলের ভালোবাসা পেয়েছে, একইসঙ্গে পেয়েছে জনপ্রিয়তা। তবে পর্দায় জাদু তৈরি করলেও অফস্ক্রিনে তাঁদের মধ্যে যে বেশ তিক্ততা বেড়েছে এবং সেই জল যে অনেক দূর গড়িয়েছে তা বোঝা যায় এদিন জীতুর পোস্টে।
জীতু তাঁর পোস্টে জানান যে, তাঁর সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায় তাঁর সঙ্গে শট দিতে রাজি নন। শুধু তাই নয়, পোস্টে জীতু আরও লেখেন, 'আমি খুব খারাপ একজন মানুষ, মহিলা অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করার যোগ্য নই। শরীর খারাপের মিথ্যে নাটক করছি। তা নাহলে ১০ ঘণ্টা কাজ করছে কী করে হসপিটাল থেকে ফিরে।' এইসব অভিযোগগুলি তুলেছেন।
জীতুর এই পোস্টের পর থেকেই সোশাল মিডিয়ায় উত্তেজনা ছড়িয়েছে। জীতুর হয়ে গলা ফাটিয়েছেন তাঁর অনুরাগীরা। নায়ক-নায়িকার বাগবিতণ্ডার জেরে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে ধারাবাহিকের ভবিষ্যৎ। আগামীতে আদৌ 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক চলবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। সঙ্গে এই দাবিও জানিয়েছেন, যাতে জীতুর বিপরীতে দিতিপ্রিয়াকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু কোনও মূল্যেই জীতুকে নয়।
'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে জীতু কমল, দিতিপ্রিয়া রায়ের অসমবয়সি প্রেমের সমীকরণ দর্শকদের মন ছুঁলেও ব্যক্তিগতভাবে যে তাঁদের সম্পর্কের অবনতি ঘটেছে, সেটা দুই অভিনেতার কথাবার্তাতেই স্পষ্ট হয়েছিল আগেই। এর আগে দিতিপ্রিয়া তাঁর ফেসবুক পোস্টে সহ-অভিনেতা জীতুর বিরুদ্ধে ‘কুরুচিকর মেসেজ পাঠানোর’ অভিযোগ তোলেন।
