সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে জীতু কমল ও দিতিপ্রিয়া রায় অভিনীত 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক। শুরুর দিকে সেভাবে ভালো ফল না করলেও হঠাৎই পুজোর পর টিআরপি তালিকায় এই ধারাবাহিকের ফলাফল দেখার মতো। যা সকলকে রীতিমতো চমকে দিয়েছে। আর সেই ফলাফল হাতে পাওয়ার পর সোশাল মিডিয়ায় ফলাও পোস্ট করলেন অভিনেতা জীতু কমল।
টিআরপি তালিকায় ভালো ফলাফলের পর জীতু নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, 'সফলতা কখনোই আমাকে উত্তেজিত করে না। ব্যর্থতা/কুৎসা আমাকে ভেঙ্গে ফেলতেও পারে নি। সাফল্য এবং ব্যর্থতা উভয়ই ক্ষণস্থায়ী। চিরস্থায়ী হলো, সততা, কঠোর পরিশ্রম এবং দর্শকদের কাছ থেকে পাওয়া আশীর্বাদ। যা ভাগ্যবানদের কপালেই জোটে। ধন্যবাদ শিবঠাকুর। ধন্যবাদ আমার ভগবান দর্শক। ধন্যবাদ ইউনিভার্স।' সঙ্গে লিখেছেন, '(নর্থ বেঙ্গল এর ভাই,বোন,মা দের কথাও ভাববেন, যে যেমন ভাবে সাহায্য করে চলেছেন সেটা চালিয়ে যাবেন।আনন্দে গা ভাসিয়ে দেবেন না।'
উল্লেখ্য, কিছু মাস আগেই এই ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়ার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন জীতু। ভাইরাল হয়েছিল তাঁদের হোয়াটস অ্যাপ চ্যাটের নানা স্ক্রিনশট। সেখানে দিতিপ্রিয়াকে রাতে অপ্রীতিকর নানা মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছিল জীতুর বিরুদ্ধে। সেই বচসার জেরে ধারাবাহিক বন্ধ হয়ে যাবে এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে সেই সব গুঞ্জনে জল ঢেলে সকলের ভালোবাসা পেয়েছে আর্য-অপর্ণা জুটি। অন্যদিকে ধারাবাহিকের এমন সাফল্যে খুশি দিতিপ্রিয়াও। সদ্য অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। হাসপাতাল থেকে নিজের শারীরিক অবস্থার খবরের পাশাপাশি এই সাফল্যের জন্য নিজের দর্শককে ধন্যবাদ জানাতে ভোলেননি পর্দার অপর্ণা।
