shono
Advertisement
Kailash Kher

'সঙ্গীতের নামে ভেলপুরি বেচছে', গানের রিয়ালিটি শো নিয়ে বিস্ফোরক কৈলাস খের

কী বললেন গায়ক?
Published By: Sandipta BhanjaPosted: 03:46 PM Feb 01, 2025Updated: 03:46 PM Feb 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত দু দশক ধরেই দেশের বিনোদুনিয়ায় সঙ্গীত রিয়ালিটি শোয়ের রমরমা। 'জি সারেগামাপা', 'ইন্ডিয়ান আইডল', 'ফেম গুরুকুল'-এর মতো শো থেকে দেশের সঙ্গীতকূল একাধিক ট্যালেন্ট আবিষ্কার করেছে। সেই তালিকায় শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, মোনালি ঠাকুরের মতো অনেকেই রয়েছেন। যাঁরা বর্তমানে সঙ্গীতদুনিয়ায় দাপটের সঙ্গে রাজত্ব করছেন। তবে বর্তমানে সেসব রিয়ালিটি শোয়ের মান অনেকটাই কমেছে, বলে অভিযোগ সর্বত্র। এবার সেই প্রসঙ্গেই বিস্ফোরক মন্তব্য করলেন কৈলাস খের (Kailash Kher)। গায়কের কথায়, 'নামেই সঙ্গীতের রিয়ালিটি শো, আসলে ওরা ভেলপুরি বিক্রি করছে।'

Advertisement

অতীতে মিউজিক রিয়ালিটি শো নিয়ে একইরকম মন্তব্য করেছিলেন অমিত কুমার। তাঁর অভিযোগ ছিল, "মোটা অঙ্কের বিনিময়ে বর্তমানে বিচারকরা প্রতিযোগীদের ভুয়ো প্রশংসা করেন। চিত্রনাট্য অনুযায়ী ক্যামেরার সামনে কেঁদেও ফেলেন! সবটাই আসলে দর্শক টানার স্ট্র্যাটেজি।" সম্প্রতি সুনীধী চৌহানও রিয়ালিটি শোয়ের নিন্দে করেন। এবার সেই একই সুর কৈলাস খেরের কণ্ঠে। শুক্রবার জয়পুর সাহিত্য উৎসবে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই 'তেরি দিওয়ানি: শব্দো কে পার' শীর্ষক অনুষ্ঠানে গানের রিয়ালাটি শোগুলিকে তুলোধনা করেন তিনি। বর্তমানে বহু খ্যাতনামা শিল্পীদের বিচারকের আসনে দেখা যায়। কেন কৈলাস খের সেই তালিকা নেই? এমনই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন গায়ক। তার জবাবেই কৈলাসের মন্তব্য, "এই রিয়ালিটি শোগুলিকে মিউজিক রিয়ালিটি শো বলে চালানো হচ্ছে। আর বড় সংস্থাগুলো সেখানে বিনিয়োগ করছে। ওখানে তো ফিল্মি গান ছাড়া কিছুই হয় না। সঙ্গীতসাধনার সঙ্গে এর কোনও যোগাযোগ নেই। তার মধ্যে ২ শতাংশ রয়েছে, যারা ভেলপুরি বিক্রি করছে গানের রিয়ালিটি শোয়ের নামে।"

২০০৯ সালে শেষবার 'ইন্ডিয়ান আইডল'-এর বিচারকের আসনে দেখা গিয়েছিল কৈলাস খেরকে। জাভেদ আখতার, অনু মালিক, সোনালী বেন্দ্রের পাশাপাশি তিনিও ছিলেন বিচারকমণ্ডলীতে। তবে তার পর থেকে বিগত ১৫ বছরে আর কোনও গানের রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে কৈলাস খেরকে দেখা যায়নি। যদিও এর মাঝে 'সারেগামাপা লিটল চ্যাম্পস', 'রক অন' কিংবা 'মিশন উস্তাদ'-এর মতো শোগুলিতে অতিথি শিল্পী হিসেবে মঞ্চে ধরা দিয়েছেন গায়ক। তবে বিচারকের আসন থেকে দূরেই থেকেছেন। এবার মিউজিক রিয়ালিটি শো নিয়ে বিস্ফোরক মন্তব্য কৈলাস খেরের।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কৈলাসের মন্তব্য, "এরা ভেলপুরি বিক্রি করছে গানের রিয়ালিটি শোয়ের নামে।"
  • ২০০৯ সালে শেষবার 'ইন্ডিয়ান আইডল'-এর বিচারকের আসনে দেখা গিয়েছিল কৈলাস খেরকে।
  • তার পর থেকে বিগত ১৫ বছরে আর কোনও গানের রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে কৈলাস খেরকে দেখা যায়নি।
Advertisement