shono
Advertisement
Mahhi Vij

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহি, এখন কেমন আছেন অভিনেত্রী?

ভাইরাল ফিভারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী।
Published By: Arani BhattacharyaPosted: 08:19 PM Nov 08, 2025Updated: 08:19 PM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি টেলিভিশনের জনপ্রিয় জুটি জয় ভানুশালী ও মাহি ভিজের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে যে, তাঁদের দীর্ঘ পনেরো বছরের সম্পর্কে নাকি ইতি ঘটতে চলেছে। এসব জল্পনার মাঝেই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মাহি। নিজের অসুস্থতার খবর সোশাল মিডিয়া মারফত জানিয়েছিলেন তিনি। অভিনেত্রীর স্বাস্থ্যের খবর নিয়েছেন তাঁর দর্শক-অনুরাগীরা।

Advertisement

সোশাল মিডিয়া পোস্টে মাহি জানিয়েছিলেন ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড-সহ সবরকম পরীক্ষা করা হলে সব রিপোর্ট নেগেটিভ এসেছে। আসলে তাঁর মারাত্মক ভাইরাল ফিভার হয়েছে। সুস্থ হয়ে মাহি কবে বাড়ি ফিরবেন তা জানতেও উন্মুখ ছিলেন সকলে। শনিবার বেশ খানিকটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে সেই খবর জানিয়েছেন তিনি সকলকে। ক্যাপশনে লিখেছেন, 'বাড়ি ফিরে এসেছি।'

এই অসুস্থতার ফলে কাজ থেকে ছুটি নিতে হয়েছে মাহিকে। আর সেই কারণেই সবথেকে বেশি মনখারাপ হয়েছে তাঁর। শুক্রবার নিজের স্বাস্থ্যসংক্রান্ত সমস্ত তথ্য ভাগ করে নিয়ে মাহি বলেছিলেন, 'আমার সবথেকে বেশি মনখারাপ হচ্ছে তা হল আমি শুটিং ফ্লোরে যেতে পারছি না। আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরতে চাই। আমি এই মুহূর্তে যে প্রজেক্টটি করছি তা আমার স্বপ্নের প্রোজেক্ট। এটার জন্য আমি সবকিছু উজাড় করে দিয়েছি। তোমরা প্রার্থনা কর আমি যেন খুব তাড়াতাড়ি শুটিং ফ্লোরে ফিরতে পারি, কাজ শুরু করতে পারি।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিচ্ছেদ জল্পনার মাঝেই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মাহি। নিজের অসুস্থতার খবর সোশাল মিডিয়া মারফত জানিয়েছিলেন তিনি।
  • সোশাল মিডিয়া পোস্টে মাহি জানিয়েছিলেন ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড-সহ সবরকম পরীক্ষা করা হলে সব রিপোর্ট নেগেটিভ এসেছে।
  • শনিবার বেশ খানিকটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেত্রী।
Advertisement