shono
Advertisement
Jay Bhanushali Mahhi Vij

'আইনি পদক্ষেপ করব', জয়ের সঙ্গে ডিভোর্সের খবরে ক্ষুব্ধ মাহি, সংসার ভাঙার 'সত্যিটা' লুকোচ্ছেন?

একছাদের তলায় থাকেন না! তবুও দাম্পত্যকলহ নিয়ে এত রাখঢাক কেন অভিনেত্রীর?
Published By: Sandipta BhanjaPosted: 04:44 PM Oct 29, 2025Updated: 04:44 PM Oct 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত দিন কয়েক ধরেই জয় ভানুশালি, মাহি ভিজের ডিভোর্সের খবরে উত্তাল মায়ানগরীর টিনসেল টাউন! ১৪ বছরের সংসার! তিন সন্তানের মা-বাবা। হিন্দি টেলিদুনিয়ার অন্যতম 'পাওয়ার কাপল' হওয়া সত্ত্বেও কেন দেড় দশকের দাম্পত্যে যতিচিহ্ন টানলেন জয়-মাহি? কৌতূহলের অন্ত নেই! কানাঘুষো, মাহি বিজ নাকি স্বামী জয়কে নিয়ে এতটাই 'সন্দেহ বাতিকগ্রস্থ' হয়ে পড়েছিলেন যে অভিনেতা স্ত্রী'র থেকে দূরত্ব বাড়াতে বাধ্য হন। যা কিনা পরবর্তীতে ডিভোর্স পর্যন্ত গড়ায়। এমন জল্পনা ছড়িয়ে পড়তেই রেগে কাঁই অভিনেত্রী!

Advertisement

এবার ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এক পোস্টে রীতিমতো আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দাগলেন মাহি। সেই পোস্টের কমেন্ট বক্সে অভিনেত্রী লেখেন, "ভুয়ো খবর ছড়াবেন না, আমি কিন্তু এবার আইনি পদক্ষেপ করতে বাধ্য হব।" এর মাঝেই মেয়ে তারার সঙ্গে স্বামী জয় ভানুশালির এক রিল ভিডিওয় মাহির প্রতিক্রিয়া ভাইরাল হয়। সেখানে মেয়ের প্রতি ভালোবাসা জাহির করেছেন অভিনেত্রী। এদিকে দম্পতির ঘনিষ্ঠবৃত্ত বলছে, "জয়-মাহি দুজনেই নাকি বিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করেছেন। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও পরিস্থিতি বদলায়নি। শেষমেশ আলাদা বাড়িতে থাকতে বাধ্য হন জয় ভানুশালি, মাহি ভিজ। জুলাই-আগস্ট মাসে আইনি বিচ্ছেদের পথে হেঁটেছেন তারকাদম্পতি।"

চলতি বছরের জুলাই মাসে প্রথমবার জয় ভানুশালি এবং মাহি ভিজের ডিভোর্সের গুঞ্জন শোনা যায়। যদিও এবিষয়ে তারকাদম্পতির মুখে কুলুপ! মাসখানেক আগে মাহিও সাফ জানিয়েছিলেন যে, ব্যক্তিগতজীবন নিয়ে কারও কাছে কৈফিয়ত দিতে বাধ্য নন তিনি। কিন্তু কেন সংসার ভাঙার খবর কাকপক্ষীতেও টের পেতে দেননি জয়-মাহি? বলিউড মাধ্যম সূত্রে খবর, সাম্প্রতিককালে অভিনেত্রী নাকি তাঁর ঘনিষ্ঠবৃত্তে জানিয়েছিলেন, "সিঙ্গল মাদার, ডিভোর্সিদের সমাজ অন্য চোখে দেখে। ফলত অশান্তি বাড়ে। শেষমেশ স্বামী-স্ত্রী একে-অপরের ঘাড়ে দায় ঠেলে।" সমাজের কথা মাথায় রেখেই নাকি দাম্পত্যকলহের কথা ফাঁস করতে চাননি তিনি! সেপ্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, তাহলে কি সমাজ, নিন্দুকদের ভয়েই জয় ভানুশালির সঙ্গে বিয়ে ভাঙার 'খবর' লুকোচ্ছেন মাহি ভিজ?



একসময়ে জয়-মাহির সোশাল মিডিয়ায় উঁকি দিলেই সুখী গৃহকোণের ঝলক মিলত। তবে মাসখানেক ধরে সেসব চুপ! ভ্লগ তো দূরঅস্ত, নিদেনপক্ষে একে-অপরের সঙ্গে কোনও ছবি পর্যন্ত শেয়ার করেননি তাঁরা। ২০১১ সালে ভালোবেসে একে-অপরের সঙ্গে সাতপাকে বাধা পড়েন জয়-মাহি। বছরখানেক চুটিয়ে দাম্পত্য উপভোগ করার পর ২০১৭ সালে রাজবীর-খুশি নামে দুই সন্তান দত্তক নেন তাঁরা। তার দু বছর বাদে ২০১৯ সালে তাঁদের সংসার আলো করে জন্ম নেয় মেয়ে তারা। তবে মাসখানেক আগে থেকে তাঁদের দাম্পত্য ভাঙার গুঞ্জনের সূত্রপাত! যদিও স্বামী-স্ত্রী জয়-মাহি প্রকাশ্যে এপ্রসঙ্গে কোনওরকম মন্তব্য করেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিগত দিন কয়েক ধরেই জয় ভানুশালি, মাহি ভিজের ডিভোর্সের খবরে উত্তাল মায়ানগরীর টিনসেল টাউন!
  • এবার ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এক পোস্টে রীতিমতো আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দাগলেন মাহি।
  • সমাজ, নিন্দুকদের ভয়েই জয় ভানুশালির সঙ্গে বিয়ে ভাঙার 'খবর' লুকোচ্ছেন মাহি ভিজ?
Advertisement