সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে চলতি সপ্তাহে বিবাহবিচ্ছেদের খবরে সিলমোহর দেন মাহি ভিজ ও জয় ভানুশালি। বিচ্ছেদের পর এবার খোরপোশের অঙ্ক নিয়েও নেটপাড়ায় চলছে নানা জলঘোলা। এবার তা নিয়েই মুখ খুললেন মাহি।
ইউটিউবে প্রথম ভ্লগেই এই নিয়ে সপাটে উত্তর দেন মাহি। মাহি বলেন, "আমি এবং জয় বিচ্ছেদের পথে হেঁটেছি। আমাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকে অনেকেই বলছেন আমি নাকি পাঁচ কোটি টাকা খোরপোশ হিসেবে নিয়েছি। এমনকী বিভিন্ন পুরনো ভিডিও টেনে বের করে আনা হচ্ছে। এগুলো খুব খারাপ বিষয়। অর্ধেক বুদ্ধি নিয়ে কোনও স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্য করবেন না। এগুলো আমাদের পাশাপাশি আমাদের পরিবার ও সন্তানদের উপরও প্রভাব ফেলে। কেউ বিচ্ছেদের পথে হাঁটতে চায় না। অনেককেই দেখছি বলতে যে, আমাদের পেশায় যারা রয়েছেন তাঁদের কাছে বিচ্ছেদ জলভাত। তাঁদের বলি আমাদেরই শুধু নয় এই ঘটনা বহু সাধারণের সঙ্গে হচ্ছে। কিন্তু তাঁদেরটা সামনে আসে না।"
মাহি আরও বলেন, "এই সিদ্ধান্ত আমরা যৌথভাবে, আলোচনার মাধ্যমে নিয়েছি। শুধু তাই নয়, বিচ্ছেদের পরেও আমরা ভালো বন্ধু হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এই নিয়ে কোনও জটিলতা, ঝগড়া, অশান্তি চাইনি। আলোচনার মাধ্যমেই দু'জনে স্থির করেছি যে আমাদের রাস্তা আলাদা করে নেব। আর সেটা করাই আমাদের জন্য ঠিক হবে বলে আমাদের মনে হয়েছিল। কিন্তু আমি সোশাল মিডিয়ায় এমন কিছু কমেন্ট দেখলাম যা নিয়ে মুখ খুলতে বাধ্য হচ্ছি। অনেকেই জিজ্ঞেস করেছেন আমরা কেন বাচ্চাদের দত্তক নিয়েছি, কেন আমাদের বাচ্চার জন্ম দিয়েছি? এসবের কী দরকার ছিল? আপনাদের এই প্রশ্নের উত্তরে একটাই কথা বলি, আমার বা জয়ের অ্যাকাউন্টে কত টাকা আছে আমরা সে সম্পর্কে অবগত। আমাদের ক্ষমতা ঠিক কতটা আমরা জানি। তাই আমাদের নিয়ে এই নোংরা আলচনা বন্ধ করুন।" বলে রাখা ভালো ২০১১ সালের নভেম্বরে চার হাত এক হয়েছিল জয় ও মাহির। চোদ্দো বছরের দাম্পত্যজীবনে তাঁদের রয়েছে তিন সন্তান। যুগলের সোশাল মিডিয়ায় চোখ রাখলে তাঁদের ভালবাসায় মাখামাখি ছবিই দেখতে অভ্যস্ত ছিলেন তাঁদের অনুরাগীরা। হঠাৎই সেসবে ছেদ পড়ে। ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকেই জয়-মাহির ডিভোর্স তরজা চলছে। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন দম্পতি।
