সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি টেলিভিশনের জনপ্রিয় জুটি জয় ভানুশালী ও মাহি ভিজের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে যে, তাঁদের দীর্ঘ পনেরো বছরের সম্পর্কে নাকি ইতি ঘটতে চলেছে। এসব জল্পনার মাঝেই হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন মাহি। ইতিমধ্যেই নিজের অসুস্থতার খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ঠিক কী হয়েছে তাঁর?
সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মাহি বলেছেন, 'আমি প্রচণ্ড অসুস্থ। হাসপাতালে ভর্তি হয়েছি। আমার ডেঙ্গু, টাইফয়েড ও ম্যালেরিয়ার সমস্ত রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু জ্বর কিছুতেই কমছে না। মারাত্মক রকমের ভাইরাল ফিভার হয়েছে আমার। আমি এই মুহূর্তে সম্পূর্ণভাবে চিকিৎসকের পরামর্শে রয়েছি। তবে যা নিয়ে আমার সবথেকে বেশি মনখারাপ হচ্ছে তা হল আমি শুটিং ফ্লোরে যেতে পারছি না। আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরতে চাই। আমি এই মুহূর্তে যে প্রজেক্টটি করছি তা আমার স্বপ্নের প্রোজেক্ট। এটার জন্য আমি সবকিছু উজাড় করে দিয়েছি। তোমরা প্রার্থনা কর আমি যেন খুব তাড়াতাড়ি শুটিং ফ্লোরে ফিরতে পারি, কাজ শুরু করতে পারি।'
একইসঙ্গে অভিনেত্রী বলেন, 'বাড়ি থেকে আমার জন্য খাবার আসছে। বিশেষ করে বিভিন্ন ধরনের ফল আসছে আমার জন্য। আমি প্রচুর পরিমাণে ফল খাওয়ার চেষ্টা করছি। অনেকেই আমাকে ফন করেছেন আমার খবর নেওয়ার জন্য। সকলকে অনেক ধন্যবাদ। আমি সকলের ফোন ধরতে পারিনি। আমি কথা বলার মতো অবস্থায় নেই। আমাকে ক্ষমা করবেন। খুব তাড়াতাড়ি সকলের সঙ্গে দেখা হবে। সুস্থ হয়ে ফিরব খুব শিগগিরি।'
