সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিপর্দার জনপ্রিয় শো 'দিদি নম্বর ১' সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে প্রতিটি ঘরের দর্শকের রোজনামচা। সেই শোয়ের হাত ধরেই অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও হয়ে উঠেছেন প্রতিটি পরিবারের সদস্য। দায়িত্বের সঙ্গে বছরের পর বছর এই শো সঞ্চালনা করছেন তিনি। মাঝে বেশ কয়েকবার সঞ্চালকের মুখ বদল হলেও তিনিই সকলের পছন্দের তা একপ্রকার প্রমাণিত বলা যায়। এই প্রমাণ দিয়েছেন তাঁর দর্শকই।
তবে সম্প্রতি 'দিদি নম্বর ১'র নতুন প্রোমো প্রকাশ্যে আসার পর থেকে কৌতূহলী হয়েছে দর্শক। সেই প্রোমোতে দেখা যাচ্ছে রচনার পরিবর্তে মীরকে। তাহলে কি বদলে যাচ্ছে 'দিদি নম্বর ১'র মুখ? এই প্রশ্ন জেগেছে সকলের মনে। কিন্তু আসল ঘটনাটা ঠিক কী তা জানতেই মীরের সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদ প্রতিদিন ডিজিটাল। এই নিয়ে মীর জানান, পাকাপাকিভাবে নয়, তবে তিনটি পর্বের সঞ্চালনা করেছেন তিনি। এই তিনটি পর্বের মধ্যে একটির সম্প্রচার হয়ে গিয়েছে বৃহস্পতিবার, শুক্রবার সম্প্রচারিত হবে দিদি নম্বর ১'র শিশুদিবস স্পেশাল পর্ব এবং শনিবার সম্প্রচারিত হবে অতীতে 'মিরাক্কেল'র প্রতিযোগী ও তাঁদের স্ত্রীদের নিয়ে একটি বিশেষ পর্ব।
শুধু তাই নয়, কানাঘুষো শোনা যাচ্ছে যে, রচনার সঙ্গে আলোচনা করেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজের অনুপস্থিতিতে শোয়ের দায়িত্ব নাকি মীরকে দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেছেন তিনি। সঙ্গে সহমত ছিল চ্যানেল কতৃপক্ষও। মীর বহুদিন ধরেই জি বাংলার ঘরের সদস্য তাই তাঁর হাতেই ব্যাটন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগছে যে, রচনা বন্দ্যোপাধ্যায় কোথায় গেলেন? শোনা যাচ্ছে, তিনি নাকি ব্যক্তিগত কারণে ছুটিতে রয়েছেন। কেউ আবার বলছেন এই মুহূর্তে বিদেশে রয়েছেন তিনি। তাই তাঁর শোয়ে কয়েকদিনের জন্য এই রদবদল ঘটেছে। খুব তাড়াতাড়িই নাকি তাঁকে দেখা যাবে নতুন পর্বে।
