shono
Advertisement
Prantik-Ankitaa

'যেদিন আমরা দম্পতি হয়েছিলাম', প্রান্তিক-অঙ্কিতার বিয়ের ছবি ভাইরাল, জোড়া লাগছে সংসার?

বৃহস্পতিবার অঙ্কিতার একটি ফ্যান পেজে একটি পোস্ট দেখে খানিক অবাক হয়েছেন সকলে। কী ছিল সেই পোস্টে?
Published By: Arani BhattacharyaPosted: 10:04 PM Jan 30, 2026Updated: 10:04 PM Jan 30, 2026

এক বছরের প্রেমের সম্পর্কের পর চারহাত এক হয়েছিল প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও অঙ্কিতা চক্রবর্তীর। টলিউডের এই দুই তারকার পাহাড়ের বিয়ে ঠিক যতটা আনন্দের হয়েছিল ঠিক ততটাই বিষাদ নেমেছিল নভেম্বরে তাঁদের ঘর ভাঙার জল্পনায়। তবে বৃহস্পতিবার অঙ্কিতার একটি ফ্যান পেজে একটি পোস্ট দেখে খানিক অবাক হয়েছেন সকলে। কী ছিল সেই পোস্টে?

Advertisement

এদিন অভিনেত্রীর একটি ফ্যান পেজে তাঁদের বিয়ের ছবি পোস্ট হয়। ক্যাপশনে লেখা, "সেই বৃহস্পতিবার। যেদিন আমরা দম্পতি হয়েছিলাম।' আর তা থেকেই সকলের মনে কৌতূহলের সঞ্চার হয়েছে যে, তাহলে কি ঘুচল তাঁদের দূরত্ব? ফের জোড়া লাগছে তাঁদের সংসার? এই নিয়ে সংবাদমাধ্যমকে প্রান্তিক বলেন, "এরকম কিছু আমার চোখে পড়েনি। আসলে এটা পুরোপুরি অ্যালগোরিদমের জন্য আর কিছুই নয়। অঙ্কিতার ফ্যান পেজ থেকে এই পোস্ট হওয়ার পর সকলে ভেবেছেন হয়তো এরকম কিছু ঘটছে।" অন্যদিকে অঙ্কিতা জানান, "আমার কাজই আমার পরিচয় হোক আমি মনে করি। আমি অতীত নিয়ে আর ভাবতে চাই না।" শোনা যাচ্ছে, এই মুহূর্তে নাকি কলকাতাতেই রয়েছেন অভিনেত্রী।

প্রান্তিক-অঙ্কিতা। ছবি: সোশাল মিডিয়া

দশ বছরের বন্ধুত্ব, এক বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন প্রান্তিক-অঙ্কিতা। চুপিসারে টলিপাড়ার কতিপয় বন্ধুবান্ধব এবং স্বজনদের নিয়ে সিকিমের পাহাড়কে সাক্ষী রেখে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তাঁদের ছিমছাম ‘ডেস্টিনেশন ওয়েডিং’ নিয়ে চর্চাও কম হয়নি তখন। সেইসময় সংবাদমাধ্যমে প্রান্তিক জানিয়েছিলেন, একযুগের বন্ধুত্ব, প্রেম, তার পর তাঁদের বিয়ে। তবে বর্তমানে তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন না। অভিনেতার সংযোজন, এবার তাঁরা সেরকমই ভাবনাচিন্তা করছেন। উল্লেখ্য, অঙ্কিতা বর্তমানে মুম্বইয়ের বাসিন্দা। কর্মসূত্রে বছর দুয়েক ধরে সেখানেই থাকছেন অভিনেত্রী। সেই দূরত্বই কি কাল হল? নাকি সম্পর্কে তৃতীয় কারও প্রবেশ ঘটেছে? এপ্রসঙ্গে প্রান্তিক খোলাখুলি জানিয়েছেন, মায়ের ব্রেন স্ট্রোকের পর থেকে দেড়, দু’বছর ধরে তিনি সেটা নিয়েই ব্যস্ত রয়েছেন। শহর আলাদা হওয়ার জন্যে হয়তো তাঁদের মধ্যে দূরত্ব বেড়েছে। তবে বন্ধুত্ব অটুট থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement