shono
Advertisement
Ranojoy Bishnu

জীতু-দিতিপ্রিয়ার মাঝে তৃতীয় ব্যক্তি রণজয়? স্টুডিওপাড়ার গুঞ্জন জোরাল হতেই মুখ খুললেন অভিনেতা

কী বললেন রণজয়?
Published By: Arani BhattacharyaPosted: 09:02 PM Nov 19, 2025Updated: 09:02 PM Nov 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের দ্বন্দ্বের জেরে সরগরম স্টুডিও পাড়া। এমনকী তাঁদের ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'র শুটিং ফ্লোরেও নাকি বেশ থমথমে পরিবেশ বলেই গুঞ্জন। টেলিপর্দার নায়ক-নায়িকার দ্বন্দ্বের জেরে প্রশ্নের মুখে পড়েছে টিআরপি তালিকায় ভাল ফল নিয়ে থাকা ধারাবাহিক। যার জেরে বেশ নাকি বীতশ্রদ্ধ হয়েছিল প্রযোজনা সংস্থাও। মঙ্গলবার জীতু-দিতিপ্রিয়ার মধ্যেকার স্মস্যার সমাধানে হয়েছিল প্রায় দু'ঘণ্টার বৈঠক।

Advertisement

দীর্ঘ বৈঠকের পরে মেলেনি সুরাহা। কানাঘুষো শোনা যাচ্ছে জীতু নাকি সরে দাঁড়িয়েছেন এই ধারাবাহিক থেকে। যদিও এই নিয়ে প্রযোজনা সংস্থা বা জীতু কেউই এখন মুখ খোলেননি। কোনও তরফেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এসবের মাঝেই উঠে এসেছে অভিনেতা রণজয় বিষ্ণুর নাম। শোনা যাচ্ছে, জীতুর জুতোয় নাকি এবার পা গলাবেন রণজয়। এবার থেকে নাকি 'আর্য' চরিত্রে রণজয়কে দেখা যাবে। এবার এই নিয়েই মুখ খুললেন রণজয়। সোশাল মিডিয়ায় লিখলেন, 'আমি এখনও অবধি নতুন কোনো কিছুর পার্ট নই। একটা খুব গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছি
তাই আলাদা কোনও ফোন আমি ধরতে পারিনি। ক্ষমা প্রার্থনীয়।'

 

এদিন রণজ্যের পোস্টে উপচে পড়েছে নেটিজেনদের কমেন্ট। সেখানেচোখ পড়তেই দেখা যাচ্ছে অনুরোধ করেছেন একাধিক জীতুভক্তরা তাঁকে এই ধারাবাহিকে যোগ না দেওয়ার। সূত্র মারফত শোনা গিয়েছে যে, জীতুর নাকি একাধিক অভিযোগ রয়েছে তাঁর সঙ্গে শুটিং ফ্লোরে অসহযোগীতা করার বিষয়ে। হাসপাতাল থেকে জীতু ফিরেই শুটিং জয়েন করেছেন। কিন্তু তা নিয়ে নাকি ফ্লোরের কেউই সেভাবে চিন্তিত নন। সেটে জীতু আগে পৌঁছে গেলেও দিতিপ্রিয়া নাকি আসেন বেশ অনেকটা পর। এমনকী ঘনিষ্ঠ দৃশ্যে জীতুকে ছুতে দেবেন না বলেও দাবি করেন দিতিপ্রিয়া। এরপরই নাকি ফ্লোর থেকে জীতু বেরিয়ে যান। পরে সোশাল মিডিয়াতে পোস্ট করেন সমস্তটা। জীতুর এই পোস্টের পরি দিতিপ্রিয়ার উপর বেজায় চটেছেন অনেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উঠে এসেছে অভিনেতা রণজয় বিষ্ণুর নাম। শোনা যাচ্ছে, জীতুর জুতোয় নাকি এবার পা গলাবেন রণজয়।
  • সোশাল মিডিয়ায় লিখলেন, 'আমি এখনও অবধি নতুন কোনো কিছুর পার্ট নই।'
  • ' একটা খুব গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছি তাই আলাদা কোনও ফোন আমি ধরতে পারিনি। ক্ষমা প্রার্থনীয়।'
Advertisement