shono
Advertisement
Jeetu-Ditipriya

জীতু-দিতিপ্রিয়ার দ্বন্দ্বের জেরে ধারাবাহিকে মুখবদল! 'আর্য'র চরিত্রে কি এবার রণজয়?

জীতু অভিনীত চরিত্রে আদৌ কি দেখা যাবে রণজয়কে?
Published By: Arani BhattacharyaPosted: 07:30 PM Nov 19, 2025Updated: 08:31 PM Nov 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধারাবাহিক যত ভালোই ফল করুক না কেন, নায়ক-নায়িকার মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে একটু একটু করে। কথা হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের। পর্দায় আর্য -অপর্ণা যতই ম্যাজিক তৈরি করুক না কেন অফস্ক্রিন তাঁদের সম্পর্কের অবনতি হতে শুরু করেছে বেশ অনেকদিন ধরেই। সেই দ্বন্দ্বই এমন পর্যায়ে পৌঁছয় যে, তার সমাধানে বসে প্রযোজনা সংস্থা। নায়ক-নায়িকাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের পরেও মেলেনি কোনও সমাধানসূত্র। এরপরই নাকি ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন জীতু। এমনটাই শোনা যাচ্ছে।

Advertisement

এমন কানাঘুষো খবরের মাঝে অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে, আগামীতে এই ধারাবাহিক চললে তাতে জীতু অভিনীত চরিত্রে কাকে দেখা যাবে? আর সেখানেই নাকি বারবার উঠে আসছে রণজয় বিষ্ণুর নাম। পর্দার নতুন আর্য হিসেবে তাঁকেই নাকি এবার থেকে দেখতে পাবেন দর্শক। যদিও এই নিয়ে সংবাদমাধ্যম কথা বলতে চাইলেও রণজয়ের তরফে এখনও এই বিষয়ে কোনও উত্তর মেলেনি।

সূত্র মারফত শোনা যাচ্ছে, জীতুর নাকি একাধিক অভিযোগ রয়েছে তাঁর সঙ্গে অসহযোগীতা করার বিষয়ে। হাসপাতাল থেকে জীতু ফিরেই শুটিং জয়েন করেছেন। কিন্তু তা নিয়ে নাকি ফ্লোরের কেউই সেভাবে চিন্তিত নন। সেটে জীতু আগে পৌঁছে গেলেও দিতিপ্রিয়া নাকি আসেন বেশ অনেকটা পর। এমনকী ঘনিষ্ঠ দৃশ্যে জীতুকে ছুতে দেবেন না বলেও দাবি করেন দিতিপ্রিয়া। এরপরই নাকি ফ্লোর থেকে জীতু বেরিয়ে যান। পরে সোশাল মিডিয়াতে পোস্ট করেন সমস্তটা। জীতুর এই পোস্টের পরি দিতিপ্রিয়ার উপর বেজায় চটেছেন অনেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বারবার উঠে আসছে রণজয় বিষ্ণুর নাম।
  • পর্দার নতুন আর্য হিসেবে তাঁকেই নাকি এবার থেকে দেখতে পাবেন দর্শক।
  • যদিও এই নিয়ে সংবাদমাধ্যম কথা বলতে চাইলেও রণজয়ের তরফে এখনও এই বিষয়ে কোনও উত্তর মেলেনি।
Advertisement