shono
Advertisement
Saheb-Susmita

হাতে হাত রেখে এয়ারপোর্ট সেলফি, 'একান্তে সময় কাটাতে' কোথায় চললেন সাহেব-সুস্মিতা?

স্টুডিওপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে সাহেব ও সুস্মিতা'র প্রেমের গুঞ্জন।
Published By: Arani BhattacharyaPosted: 04:17 PM Nov 22, 2025Updated: 07:27 PM Nov 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টুডিওপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, অভিনেতা সাহেব ভট্টাচার্য ও অভিনেত্রী সুস্মিতা দে'র প্রেমেতে মজিছে মন! দিনকয়েক আগে সাহেবের জন্মদিনে সুস্মিতার পোস্টে সেই গুঞ্জনে ঘৃতাহুতি পড়ে। সুস্মিতা লিখেছিলেন, 'সকলের জীবনে একজন সাহেব ভট্টাচার্য থাকুক।' এবার সেই প্রেমের জল্পনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিল তারকা জুটি। শনিবার সকালে সাহেবের পোস্টে উঁকি দিয়ে নেটপাড়ার প্রশ্ন, 'এবার কি খুল্লম খুল্লা প্রেমে মজলেন তাঁরা?'

Advertisement

তা কী এমন করলেন সাহেব-সুস্মিতা? আসলে শনিবার সকালে সাহেব-সুস্মিতা (Saheb-Susmita) দু'জনে উড়ে গিয়েছেন দুবাই। বিমানে ওঠার আগে এয়ারপোর্টে তোলা একগুচ্ছ ছবি পোষ্ট করেন সাহেব। আর সেই ছবিতেই দেখা যাচ্ছে কালো শার্ট, জিনস্, চোখে রোদচশমায় সেজেছেন তিনি। তবে যা চোখ এড়ায়নি কারও, তা হল সাহেবের গলায় নীল রঙের স্কার্ফ। নেটপাড়ার দাবি, এই স্কার্ফ নাকি সুস্মিতার! আর শেষ ছবিতে সাহেবের হাত জড়িয়ে ধরে বিমানবন্দরের বড় কাচে নিজেদের প্রতিচ্ছবি ক্যামেরাবন্দি করেছেন সুস্মিতা। তবে কি একান্তে সময় কাটাতেই মরুশহরে পাড়ি? শোনা যাচ্ছে, দুবাইয়ে বাংলা সিনেমার একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে উড়ে গিয়েছেন তাঁরা। আরআর ইভেন্টস ফাইভ স্টার অ্যাওয়ার্ড বাংলা অ্যান্ড ওড়িয়া' অনুষ্ঠানে যোগ দিতে সাহেব-সুস্মিতা ছাড়াও উড়ে গিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, পায়েল সরকার, রাইমা সেন ও মুনমুন সেন-সহ আরও অনেকে।

 

উল্লেখ্য, ‘কথা’ ধারাবাহিকের হাত ধরেই তাঁদের কাছাকাছি আসা। ধীরে ধীরে জমেছে রসায়ন। পর্দাতেও এবং বাস্তবেও। শুটিংফ্লোরে অবসর সময়ে তাঁদের নানা খুনসুটির মুহূর্ত নজর কেড়েছে দর্শকের। সোশাল মিডিয়ার দৌলতে সে সব চাক্ষুষ করেছেন তাঁদের অনুরাগীরা। পর্দার ‘গোবরদেবী’ আর ‘পাচকমশাই’র রসায়ন পর্দার বাইরেও ম্যাজিক সৃষ্টি করেছে। এবার বাস্তবেও তাঁদের রসায়ন মনোগ্রাহী হয়ে উঠেছে অনুরাগীদের কাছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার সকালে সাহেব-সুস্মিতা দু'জনে উড়ে গিয়েছেন নাকি বিদেশে।
  • বিমানে ওঠার আগে অপেক্ষার মুহূর্তে তোলা একগুচ্ছ ছবি পোষ্ট করেন এদিন সাহেব।
  • আর সেই ছবিতেই দেখা যাচ্ছে কালো শার্ট, জিন্স, চোখে রোদচশমায় সেজেছেন তিনি।
Advertisement