সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের এপ্রিল মাস নাগাদ দ্বিতীয় ধাপের যকৃত ক্যানসার ধরা পড়ে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্করের। মারণরোগে আক্রান্ত হওয়ার পর থেকে শরীরে নানা পরিবর্তন ও জটিলতা দেখা দিয়েছে। নিজের অনুরাগীদের সঙ্গে নিজের শারীরিক অবস্থার কথা ভাগ করে নিয়েছেন তিনি ও তাঁর পরিবার। অস্ত্রোপচারের পর বেশ কিছুটা সুস্থ হয়ে উঠলেও ফের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল দীপিকার। বিশেষত টার্গেট থেরাপি শুরু হওয়ার পর তা আরও বেড়েছিল এবার ফের হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী।
টার্গেট থেরাপি ছাড়াও বিভিন্ন চিকিৎসাপদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছেন দীপিকা। কিন্তু এখানেই শেষ নয়। এখন তাঁকে আবার কয়েকমাস অন্তর হাসপাতালে ভর্তি হচ্ছে রক্ত নেওয়ার জন্য। তার আগে প্রতিবার রক্তপরীক্ষা হয় দীপিকার। সেই পরীক্ষার রিপোর্ট আসার আগে বেশ উদ্বিগ্ন হয়ে দিন কাটে অভিনেত্রীর পরিবারের। নিজের ভ্লগে তা জানিয়েছেন দীপিকার স্বামী শোয়েব। শুধু তাই নয় শরীরের নানা সমস্যা এতটাই বেড়েছে যে কোনওভাবেই সায় দিচ্ছে না। সম্প্রতি হাসপাতাল থেকেই একটি ভিডিও শেয়ার করে দীপিকার স্বামী এই খবর সকলের সঙ্গে ভাগ করে নেন। একইসঙ্গে তিনি জানান, অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল।
হিন্দি ছোটপর্দার চেনা মুখ দীপিকা। প্রাক্তন স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে ভোপালে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। বিয়ের পর থেকে বারবার বিতর্কে জড়িয়েছেন। কোলের সন্তান ছোট্ট রুহানকে নিয়ে সুখের সংসার তাঁদের। তারই মাঝে এই দুঃসংবাদে স্বাভাবিকভাবেই মনখারাপ তাঁর অনুরাগীদের। কোলের সন্তান এখনও স্তন্যপান করে। মাকে ছাড়া যেন একমুহূর্তও চলে না একরত্তির। আর এরই মাঝে অভিনেত্রীর জীবনে নানা বিপত্তি রীতিমতো বিপর্যয় তৈরি করেছে।
