সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিরানি পরিবারের দরজায় কড়া নাড়তে চলেছেন বিল গেটস। ১৭ বছর বাদে দ্বিতীয় ইনিংস শুরু করে টেলিদুনিয়ার রেটিং চার্টে বড়সড় রদবদল এনেছে 'তুলসী'। গত পাঁচ বছরের সমস্ত রেকর্ড গুঁড়িয়ে হিন্দি টেলিদুনিয়ায় নতুন মাইলস্টোন গড়েছে স্মৃতি ইরানির ম্যাগনাম ওপাস শো। এবার একতা কাপুরের কালজয়ী ধারাবাহিক 'কিউঁ কি সাস ভি কভি বহু থি'-তে আরও বড় চমক! তুলসীর ঘরের অশান্তি মেটাতে আসছেন মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা তথা 'ধনকুবের' বিল গেটস।
ইতিমধ্যেই 'কিউঁ কি সাস ভি কভি বহু থি'র নতুন প্রোমোয় বিল গেটসের উপস্থিতির ঝলক পাওয়া গিয়েছে। খুব শিগগিরিই সেই পর্ব দর্শকমহলের পাতে পরিবেশন করা হবে বলে খবর বলিউড মাধ্যম সূত্রে। কিন্তু ভারতীয় ধারাবাহিকে আচমকা বিল গেটসের মতো ব্যক্তিত্ব কেন? জানা গেল, এই বিশেষ পর্বের নেপথ্যে রয়েছে একটি মহৎ উদ্দেশ্য। 'বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন' বিশ্বজুড়ে স্বাস্থ্যক্ষেত্রে, বিশেষত অন্তঃসত্ত্বা মহিলা এবং নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা প্রসারে কাজ করে। তার প্রচারের সূত্রেই এই 'কোল্যাব'। উদ্যোগটা অবশ্য স্মৃতি ইরানিই নিয়েছিলেন। একাধিকবার বিল গেটসের সঙ্গে ভিডিও কলে কথা বলে তাঁকে রাজি করিয়েছেন দুঁদে রাজনীতিক তথা অভিনেত্রী।
ঠিক কেমন দৃশ্যে দেখা যাবে গেটসকে? কানাঘুষো, ধারাবাহিকের এক দৃশ্যে তুলসী ও তাঁর মেয়ে পরিধি ভিরানির বদলে যাওয়া সম্পর্কের সমীকরণের উপর আলোকপাত করবেন তিনি। খোলসা করে বললে, তুলসীর ঘরের অশান্তি মেটাবেন বিল গেটস। বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে এখবর নিশ্চিত করেছেন খোদ স্মৃতি ইরানি। তাঁর মন্তব্য, "ভারতীয় টেলিদুনিয়ার ইতিহাসে এ এক গর্বের মুহূর্ত। দীর্ঘদিন ধরেই এদেশের বিনোদুনিয়ায় নারী ও শিশুদের স্বাস্থ্য কল্যাণমূলক আলোচনা ব্রাত্য থেকেছে। সেই প্রেক্ষিতেই বিগ গেটসকে এই শোয়ে নিয়ে আসা এক যুগান্তকারী পদক্ষেপ।"
রাজনীতির ময়দান থেকে টেলিদুনিয়ায় প্রত্যাবর্তন করা অভিনেত্রীকে নিয়ে এমনিতেই দর্শকমহলে উন্মাদনার অন্ত নেই। উপরন্তু 'কিউঁ কি'র নিত্যনতুন চমক শোরগোল ফেলেছে তাঁদের মধ্যে। এবার বিল গেটসের উপস্থিতি যে সিরিয়ালের টিআরপিতে বড় প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য। গত ২৯ জুলাই থেকে স্টারপ্লাস এবং জিও হটস্টারে সম্প্রচারিত হচ্ছে 'কিঁউ কি সাস ভি কভি বহু থি'। ঠিক যেখানে তুলসী ভিরানির যাত্রা শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয়েছে নতুন করে পথচলা। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে গল্পের প্রেক্ষাপটেও বদল এসেছে। তুলসীর 'শান্তিনিকেতনে' এখন মেয়েদের পাশাপাশি পরিবারের পুরুষ সদস্যরাও হেঁশেলে কাজ করে। সঙ্গে উপরিপাওনা প্রতিটা পর্বের গল্পে নিত্যনতুন ট্যুইস্ট। এবার সমাজকে সচেতনতার পাঠ দিতে বড় 'স্ট্র্যাটেজি' নির্মাতাদের।
