shono
Advertisement
Smriti Irani-Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2

'জেড প্লাস নিরাপত্তায় শুটিং করছি শুনে হেসেছিলাম', 'কিঁউ কি' নিয়ে অজানা তথ্য ফাঁস স্মৃতির

কী বললেন স্মৃতি?
Published By: Arani BhattacharyaPosted: 06:49 PM Oct 12, 2025Updated: 06:49 PM Oct 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানে উজ্জ্বল উপস্থিতি। অভিনয় থেকে দীর্ঘদিন দূরে থাকার পর কালজয়ী ধারাবাহিক 'কিঁউ কি সাস ভি কভি বহু থি'র হাত ধরে দর্শকের দরবারে ফিরেছেন স্মৃতি ইরানি। টেলিভিশনের এই ম্যাগনাম ওপাস শো’কে ঘিরে প্রথম থেকেই উন্মাদনা ছিল দর্শকের মনে। একতা কাপুরের এই কালজয়ী ধারাবাহিকে 'তুলসী' স্মৃতি ইরানির শুটিংয়ের নিরাপত্তা নিয়ে নানা জল্পনা হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল। শোনা গিয়েছিল জেড প্লাস, নিরাপত্তা বলয়ের মধ্যে হচ্ছে এই ধারাবাহিকে স্মৃতি ইরানির শুটিং। এমনকি ফ্লোরে নাকি কেউ ফোন ব্যবহার করতেও পারবেন না। শুধু তাই নয় টিমের সকলের ফোন ট্যাপ করার কথা শোনা গিয়েছিল। এবং সবটাই নাকি স্মৃতি ইরানির সুরক্ষার কথা মাথায় রেখে। এবার এই নিয়ে মুখ খুললেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এক সাক্ষাৎকারে স্মৃতি ইরানি।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতি ইরানি বলেন, "আমি রীতিমতো হেসে খুন হয়েছিলাম যখন আমি শুনেছিলাম যে বাইরে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শুটিং ফ্লোরে আমার নিরাপত্তা নিয়ে। শুনছিলাম আলোচনা হচ্ছে যে আমি নাকি জেড প্লাস নিরাপত্তা বলয়ে শুটিং করছি।" একইসঙ্গে তিনি এও বলেন, "বাড়তি সুবিধা বা বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বললে বলা যায় প্রযোজনা সংস্থার একজন স্পটবয় একদিন একটা ছাতা নিয়ে আমার কাছে এসেছিল, মাথায় ছাতা ধরার জন্য। ব্যস, এর থেকে বেশি আমার সঙ্গে কিছু ঘটেনি। এমনকি এতেও আমি খুববাক হয়েছিলাম যে, আমার সঙ্গে এগুল কী ঘটছে? এমনটা তো কখনও আগে ঘটেনি।

উল্লেখ্য, ২০০০ সাল। একতা কাপুরের ‘কে’ সিরিজে ঝড় তুলে দিয়েছিল এক নতুন ধারাবাহিক ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি’। তুলসী-মিহিরের দাম্পত্য, সংসারযাপনের কাহিনি হয়ে উঠেছিল দর্শকদের অন্দরমহলের চর্চার বিষয়। এরপর আট বছর টেলিদুনিয়ায় রাজত্ব করে ২০০৮ সালে সেই সিরিয়াল সম্প্রচার বন্ধ হয়। চলতি বছরে নতুন আঙ্গিকে ফেরে সেই ধারাবাহিক ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি’। আর সেই সঙ্গেই একতা কাপুরের হাত ধরে টেলিপর্দায় প্রত্যাবর্তন করেন ‘তুলসী ভিরানি’ ওরফে স্মৃতি ইরানি। মাঝখানে প্রায় দু’দশকের ব্যবধান হলেও বিন্দুমাত্র পরিবর্তন হয়নি তুলসীর সংস্কারি লুক। শুধু বার্ধক্যের প্রভাব, এই যা! এতগুলো বছর বাদে তুলসীকে দেখে নস্ট্যালজিয়ায় ভেসেছেন অনুরাগীরা। যেন ‘ঘরের মেয়ে ঘরে ফিরল’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতি ইরানি বলেন, "আমি রীতিমতো হেসে খুন হয়েছিলাম যখন আমি শুনেছিলাম যে বাইরে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শুটিং ফ্লোরে আমার নিরাপত্তা নিয়ে।"
  • উল্লেখ্য, ২০০০ সাল। একতা কাপুরের ‘কে’ সিরিজে ঝড় তুলে দিয়েছিল এক নতুন ধারাবাহিক ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি’।
  • তুলসী-মিহিরের দাম্পত্য, সংসারযাপনের কাহিনি হয়ে উঠেছিল দর্শকদের অন্দরমহলের চর্চার বিষয়।
Advertisement