shono
Advertisement
Television

দীর্ঘ বিরতি শেষে ছোটপর্দায় ফিরছেন অভিনেতা কৌশিক, জুটি বাঁধবেন শোলাঙ্কির সঙ্গে!

দু'বছরের বিরতি শেষে টেলিভিশনে ফিরছেন অভিনেতা।
Published By: Arani BhattacharyaPosted: 04:36 PM Oct 15, 2025Updated: 04:36 PM Oct 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরেই স্টুডিওপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে অভিনেতা কৌশিক রায়ের ধারাবাহিকে ফেরার গুঞ্জন। এবার সেই খবরে পড়ল সিলমোহর। যদিও অভিনেতা নয় বরং তাঁর বদলে প্রযোজনা সংস্থার তরফে এই খবরে সিলমোহর দেওয়া হয়েছে।

Advertisement

শুধু তাই নয়, প্রযোজনা সংস্থার তরফে আরও জানানো হয়েছে দর্শকের অনুরোধেই নাকি ছোটপর্দায় ফিরছে গৌরব-শোলাঙ্কি জুটি। আর সেই জুটির সঙ্গেই নাকি একই ধারাবাহিকে সমান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশিককে। ধারাবাহিকের নাম 'এলা ও গোরার গল্প'। নতুন সিরিয়াল নিয়ে এর বেশি কিছু সেভাবে খোলসা করা হয়নি। তবে গুঞ্জন, এই ধারাবাহিকে থাকবে ত্রিকোণ প্রেমের গল্প। এবারও কি খলনায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে? তা নিয়েও মুখ খোলেনি প্রযোজনা সংস্থা। এক্কেবারে ভিন্ন স্বাদের চরিত্রেই নাকি দেখা যাবে তাঁকে। এমন ধরনের চরিত্রে নাকি এর আগে তাঁকে দেখেননি কেউ। উল্লেখ্য, এর আগে স্বীকৃতি মজুমদারের বিপরীতে 'আলোর ঠিকানা' ধারাবাহিকে।

তবে এই ধারাবাহিকের আগেও 'বিষহরি' সিরিজে শোলাঙ্কির সঙ্গে অভিনয় করেছেন কৌশিক। অভিনেতার ঝুলিতে রয়েছে 'পুণ্যিপুকুর', 'বোঝে না সে বোঝে না', 'খড়কুটো', 'বালিঝড়'-এর মতো জনপ্রিয় ধারাবাহিক। নতুন এই ধারাবাহিকে নাকি মুখ চরিত্রে তিনজনই অর্থাৎ কৌশিক রায়, শোলাঙ্কি রায় ও গৌরব চট্টোপাধ্যায়কে দেখা যাবে নতুন সাজে। দীপাবলির পর শুরু হবে নতুন ধারাবাহিকের শুটিং। অন্যদিকে এর আগে 'খড়কুটো' ধারাবাহিকে খড়ি চরিত্রে দেখা গিয়েছিল শোলাঙ্কিকে। তাঁর বিপরীতে ছিলেন গৌরব চট্টোপাধ্যায়। তারপর থেকেই তাঁদের জুটি বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছিল। এরপর একাধিকবার দর্শক এই জুটিকে ফিরিয়ে আনার অনুরোধ করেছেন। দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই ফিরছে সেই জুটি সঙ্গে দু'বছরের বিরতি শেষে ফিরছেন কৌশিক রায়ও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধারাবাহিকের নাম 'এলা ও গোরার গল্প'। নতুন সিরিয়াল নিয়ে এর বেশি কিছু সেভাবে খোলসা করা হয়নি।
  • তবে গুঞ্জন, এই ধারাবাহিকে থাকবে ত্রিকোণ প্রেমের গল্প।
  • দীপাবলির পর শুরু হবে নতুন ধারাবাহিকের শুটিং।
Advertisement