সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব শুরুরই একটা শেষ রয়েছে। ঠিক সেভাবেই নাকি শেষ হতে চলেছে 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa)। আর এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নাকি ক্ষোভে ফেটে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রাহুল মজুমদার। কিন্তু কেন এই খবরে চটলেন তিনি?
সংবাদমাধ্যমে এই নিয়ে বলতে গিয়ে রাহুল জানিয়েছেন, কয়েকমাস আগেই নাকি তিনি এই ধারাবাহিকে যোগ দিয়েছিলেন। দীর্ঘদিনের জনপ্রিয় ধারাবাহিক আরও বেশ কিছুমাস চলবে বলেই তাঁকে শুরুতে জানান হয়েছিল। কিন্তু সে কথা নাকি রাখা হয়নি বলেই তাঁর দাবি। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ছিল আদিত্য চৌধুরী। স্বস্তিকা ঘোষের বিপরীতে এই ধারাবাহিকে দেখা গিয়েছিল রাহুলকে। খুব কম সময়েই দর্শকের দরবারে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল এই জুটি। আর তাতে ছন্দপতন ঘটতেই নাকি বেজায় চটেছেন রাহুল।
ছবি: ইনস্টাগ্রাম
সাম্প্রতিককালে টেলি সম্মান অ্যাকাডেমি সম্মানও পেয়েছে এই জুটি। এতকিছুর পর নাকি এমন খবর বেশ ধাক্কা দিয়েছে রাহুলকে। স্টুডিওপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরেই নাকি শেষ হবে 'অনুরাগের ছোঁয়া'। এর আগে 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে 'শঙ্কর' চরিত্রে দর্শক পেয়েছেন টেলিপর্দায়। ৬০০ পর্ব পার করেছিল সেই ধারাবাহিক। এখন এই খবরে মন খারাপ হওয়ার পর থেকে রাহুল আরও জানিয়েছেন এরপর থেকে ভেবেচিন্তেই নাকি কোনও নতুন প্রোজেক্টে কাজ শুরু করবেন।
