সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে গোনা আর কটা দিন পেরোলেই শুরু হবে বিয়ের মরশুম। আর এই বিয়ের মরশুমে টলিপাড়ায় বাজতে চলেছে বিয়ের সানাই। এবার বিয়ের পিরিতে বসছেন টেলিপর্দার 'রাজামশাই'। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসেই নাকি বসতে চলেছে রাজরাজেশ্বরী রানি ভবানী ধারাবাহিকের 'রাজা রমাকান্ত'র বিয়ের পিঁড়িতে। কবে বিয়ের দিন? কীভাবে চলছে শেষ মুহূর্তের প্রস্তুত? তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেতা নিজেই।
প্রেমের মাস ফেব্রুয়ারিতেই নাকি ছাঁদনাতলায় বসবেন অভিনেতা সায়ন বসু। দীর্ঘদিনের বান্ধবী রিনি মুখোপাধ্যায়ের সঙ্গে চার হাত এক হবে সায়নের। প্রায় আট বছরের দীর্ঘ সম্পর্ক তাঁদের। ভৌগলিক দূরত্বের কারণে তাঁদের অনেকটা দূরে থাকতে হলেও বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কে তা কখনও অন্তরায় হয়ে দাঁড়ায়নি। জানা যাচ্ছে বৈদিক মতেই নাকি বিয়ে সারবেন তাঁরা। ডেস্টিনেশন ম্যারেজ নয়, বরং চিরাচরিত নিয়ম মেনেই, পরিবারের সকলকে নিয়ে বিয়ে সারবেন তাঁরা। বিদেশ থেকে নাকি রিনিই আসছেন সায়নকে বিয়ে করতে। একেবারে সাদামাটাভাবে ঘনিষ্ঠদের নিয়ে আয়োজিত হবে তাঁদের বিয়ের পার্টি।
এমনকী সায়ন-রিনির বিয়েতে নাকি হবে না কোনও মেহেন্দি, সঙ্গীতের মতো অনুষ্ঠান। বরং আলতা পরার বাঙালি রীতিই নাকি মানবেন তাঁরা। আর এক্কেবারে ধুতিপাঞ্জাবী, টোপর, মালায় সাজবেন সায়ন। খাবারেও থাকবে এক্কেবারে বাঙালিয়ানায় ভরপুর থাকবে তাঁদের বিয়ের মেনু। থাকবে নাকি লুচি, ছোলার ডাল, লম্বা বেগুন ভাজা, পোলাও, মাংস, মিষ্টির নানা পদ।
