shono
Advertisement
Television News

হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা সুব্রত গুহ, এখন কেমন আছেন 'নিম ফুলের মধু'র জেঠু?

এখন কেমন আছেন অভিনেতা?
Published By: Arani BhattacharyaPosted: 05:10 PM Oct 21, 2025Updated: 05:10 PM Oct 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে 'নিম ফুলের মধু' ধারাবাহিকের জেঠু 'অখিলেশ', অভিনেতা সুব্রত গুহ রায়। দীপাবলিতে সারাদিন শুটিং সেরে বাড়ি ফিরে ঘরোয়া খাবার খেয়ে ওঠার পরই তীব্র পেটে ব্যথা নিয়ে কালীপুজোর রাতেই হাসপাতালে ভর্তি হন অভিনেতা। এখন কেমন আছেন অভিনেতা?

Advertisement

সংবাদমাধ্যমকে নিজের স্বাস্থ্য নিয়ে অভিনেতা জানিয়েছেন যে, চিকিৎসকের পরামর্শে তিনি এখন বেশ খানিকটা সুস্থ রয়েছেন। রাতে ওষুধ, স্যালাইন ইত্যাদি দেওয়া হয়েছে তাঁকে। এইমুহূর্তে 'পরিণীতা' ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেতাকে। এদিন, কালীপুজোয় শুটিং করে বাড়ি ফিরে পাড়ার পুজোয় যাওয়ার ইচ্ছা ছিল। পরিকল্পনামাফিকই সবটা করেছিলেন। কিন্তু বাদ সাধলো স্বাস্থ্য। সংবাদমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, মাঝেমাঝেই নাকি এইরকম সমস্যার ভুক্তভোগী তিনি। পরিবারের বহু সদস্যই চিকিৎসক। রাত্রে তাই অসুবিধা দেখা দিলে সেভাবেই পরামর্শ নেন। সেইসময় ইঞ্জেকশনও দেওয়া হয় তাঁকে। একইসঙ্গে নাকি তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শও দেন। সেইমতো হাসপাতালে ভর্তি হন অভিনেতা।

 

অভিনেতা জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শে বেশ কিছু স্বাস্থ্যপরীক্ষা হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই সিটি স্ক্যান হয়ে গিয়েছে অভিনেতার। আরও কয়েকটা দিন হাসপাতালে থাকতে হতে পারে অভিনেতাকে। সকাল থেকে অগণিত ফোন পাচ্ছেন তিনি। তাঁর স্বাস্থ্য কেমন আছে তা নিয়ে সকলেই জিজ্ঞেস করছেন। তাই সোশাল মিডিয়ায় নিজের স্বাস্থ্য নিয়ে জানিয়েছেন নিজেই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে 'নিম ফুলের মধু' ধারাবাহিকের জেঠু 'অখিলেশ', অভিনেতা সুব্রত গুহ রায়।
  • দীপাবলিতে সারাদিন শুটিং সেরে বাড়ি ফিরে ঘরোয়া খাবার খেয়ে ওঠার পরই তীব্র পেটে ব্যথা নিয়ে কালীপুজোর রাতেই হাসপাতালে ভর্তি হন অভিনেতা।
  • ইতিমধ্যেই সিটি স্ক্যান হয়ে গিয়েছে অভিনেতার। আরও কয়েকটা দিন হাসপাতালে থাকতে হতে পারে অভিনেতাকে।
Advertisement