সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার-চারটে বছরের পথচলা পর্দায়। সূর্য-দীপা জুটি নিয়ে টেলিভিশনের পর্দায় জার্নি শুরু করেছিল ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'। এই দুই মুখ্যচরিত্রে দর্শক দেখেছিলেন, দিব্যজ্যোতি দত্ত ও স্বস্তিকা ঘোষকে।
নতুন জুটি, নতুন ধরনের গল্প সব মিলিয়ে একেবারে দর্শকের কাছে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল এই ধারাবাহিক। অবশেষে সেই পথচলা শেষ হতে চলেছে। হয়ে গিয়েছে ধারাবাহিকের শেষ পর্বের শুটিংও। অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারের ইনস্টাগ্রামে চোখ রাখতেই দেখা গেল 'অনুরাগের ছোঁয়া'র শেষদিনের উদযাপনের ছবি। সেখানে দেখা যাচ্ছে টিমের প্রায় অনেকেই উপস্থিত। এদিন নাকি শেষদিনের শুটিং শেষে কেক কেটে উদযাপিত হয় দীর্ঘ এই জার্নি।
সঙ্গে নাকি ছিল শেষদিনে টিমের সকলের জন্য বিশেষ ভূরিভোজের আয়োজন। কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, ফুলকপির রোস্ট, ফিশফ্রাই, বাসন্তী পোলাও, মাটন, নলেনগুড়ের মিষ্টিতে হয় ভূরিভোজ। এদিন সেটের সকলে আবেগে ভেসেছেন। পর্দার 'মিশকা' থেকে 'দীপা' সকলেরই এদিন বেশ মনখারাপ। অনস্ক্রিন যতই শত্রুতা থাকুক না কেন অফস্ক্রিন তাঁদের বন্ডিং সত্যিই দেখার মতো। চোখে জল নিয়ে আবেগে ভেসে শেষদিনের শুটিংটাও করে ফেললেন টিমের সকলে। যদিও কবে টেলিভিশনের পর্দায় শেষ সম্প্রচার তা জানানো হয়নি এখনও।
