সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিভিশনের পর্দায় যাত্রা শেষ হল জনপ্রিয় ধারাবাহিক 'গীতা এলএলবি'র। ২০২৩ সালে ছোট পর্দায় জার্নি শুরু করেছিল এই ধারাবাহিক। দর্শকের পছন্দের তালিকার শীর্ষে থেকেছে। মন কেড়েছে গল্প নানা টুইস্ট। অবশেষে পুজোর মুখে শেষ হল ধারাবাহিকের পথ চলা। সোশাল মিডিয়ায় এদিন প্রকাশ্যে এল শেষ দিনের শুটিংয়ের ছবি।
সোশাল মিডিয়ায় এই ধারাবাহিকের শুটিংয়ের শেষ দিনের নানা ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র 'মেহেক' অর্থাৎ কৌশিকী পাল। গোটা টিমের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে আবেগে ভেসেছেন অভিনেত্রী। সেই ছবিতেও সকলের চোখ আটকেছে বাসন্তী চট্টোপাধ্যায়ের ছবিতে। চলতি বছরেই প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। ধারাবাহিকে স্বস্তিকের ঠাকুমার চরিত্রে দেখা যেত তাঁকে।
বিভিন্ন ছবির পাশাপাশি একইসঙ্গে মেকআপ রুম থেকে শুরু করে শুটিংয়ের বিভিন্ন ক্যামেরাবন্দি মুহূর্ত রিল আকারে ভাগ করেছেন অভিনেত্রী। খুনসুটি, ভালোবাসার মিষ্টিমধুর সম্পর্ক এদিন ভাগ করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'এটাই শেষ। আমরা শেষ দৃশ্যের শুটিং করছি। ধারাবাহিক বন্ধ হয়ে গেলেও এই গল্পটা সকলের মনে গেঁথে থাকবে। দর্শককে ধন্যবাদ আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য।"
