shono
Advertisement
Television News

চেনা ছকের বাইরে বেরিয়ে চামুণ্ডা রূপে ধরা দেবেন খেয়ালী, মহালয়ার ভোরে কোন চমক?

অন্যভাবে ধরা দেবেন অভিনেত্রী খেয়ালী মণ্ডল।
Published By: Arani BhattacharyaPosted: 08:58 PM Sep 12, 2025Updated: 09:01 PM Sep 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়া মানেই নস্ট্যালজিয়া। টেলিভিশনের পর্দায় কোন অভিনেত্রীকে ‘মহিষাসুরমর্দিনী’ অবতারে দেখা যাবে, ফি বছর দর্শক-অনুরাগীদের কৌতূহল থাকে। এবারও তার অন্যথা হয়নি। ইতিমধ্যেই চ্যানেলগুলির তরফে শুরু হয়ে গিয়েছে মহালয়ার শুটিং। এবার পঁচিশের মহালয়ার ভোরে বাঙালির চিরচেনা সেই মহালয়া নিয়ে আসছে সান বাংলাও। আর সেখানেই একেবারে অন্যভাবে ধরা দেবেন অভিনেত্রী খেয়ালী মণ্ডল।

Advertisement

নতুনভাবে নিজেকে নতুন ধাঁচের চরিত্রে কাজ করতে পেরে আপ্লুত অভিনেত্রী বলেন, "এবারে সান বাংলার মহালয়ার 'অকাল বোধন'-এ আমি চামুন্ডা রূপে অভিনয় করছি। চন্ড ও মুন্ডকে বধ করতে দেবী চামুন্ডা রূপ ধারণ করেন। এই চামুন্ডা রূপে আমার প্রস্তুতিপর্ব খুবই কঠিন ছিল। কার্যত একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল বলা যায়। অনেকটা সময় নিয়ে আমার এই রূপ তৈরি করা হয়েছে। মহালয়ার ভোরে যা দর্শকের দরবারে আসবে।"

মহালয়ার ভোরের 'মহিষাসুরমর্দ্দিনী'র হাত ধরে শুরু হয় বাঙালির অফিসিয়াল পুজোর কাউন্টডান। টিভির পর্দায় হোক কিংবা রেডিওতে, এই ভোরের একটা আলাদা গুরুত্ব রয়েছে সকল বাঙালির মননে। তা অস্বীকার করার উপায় কারও নেই। বলা ভালো কোনও বাঙালির নেই তা তিনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন। এবারেও তার ব্যতিক্রম নয়। একটু একটু করে শুরু হচ্ছে পুজোর কাউন্টডাউন। যা দেবীপক্ষের ভোরে আরও বেশ খানিকটা বাড়বে বইকি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহালয়া মানেই নস্ট্যালজিয়া। টেলিভিশনের পর্দায় কোন অভিনেত্রীকে ‘মহিষাসুরমর্দিনী’ অবতারে দেখা যাবে, ফি বছর দর্শক-অনুরাগীদের কৌতূহল থাকে।
  • এবারও তার অন্যথা হয়নি। ইতিমধ্যেই চ্যানেলগুলির তরফে শুরু হয়ে গিয়েছে মহালয়ার শুটিং।
  • নতুনভাবে নিজেকে নতুন ধাঁচের চরিত্রে কাজ করতে পেরে আপ্লুত অভিনেত্রী বলেন, "এবারে সান বাংলার মহালয়ার 'অকাল বোধন'-এ আমি চামুন্ডা রূপে অভিনয় করছি।"
Advertisement