সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় রিয়ালিটি শো 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা পেয়েছে এই শো। প্রতি মাসে এই শোয়ের চূড়ান্ত পর্বে থাকে নানা চমক। বিশেষ অতিথি হিসেবে থাকেন টলিউডের জনপ্রিয় তারকারা। একটু একটু করে সময়ের সঙ্গে বদলেছে শোয়ের পরিকাঠামোও। এবার এই শোয়ের এই মাসের চূড়ান্ত পর্ব অর্থাৎ নভেম্বর ফিনালের পালা। সেই পর্ব সম্প্রচারিত হবে খুব তাড়াতাড়ি। এবারের বিশেষ এই পর্বে বিশেষ অতিথি হিসেবে আসবেন 'মিস্টার ইন্ডাস্ট্রি' অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
নারীদের লড়াই, জীবনযুদ্ধে তাঁদের বেঁচে থাকার অনুপ্রেরণা, তাঁদের জীবনীশক্তি এসব কিছুই তুলে ধরা হয় এই শোয়ে। তাঁদের জীবন সংগ্রামের গল্পই তুলে ধরা হয় এই শোয়ে। এবারের পর্বের মা লক্ষ্মীদের গল্প শুনবেন বিশেষ অতিথি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে থাকবে তাঁর জমজমাট পারফর্ম্যান্স। শোয়ে অংশগ্রহণকারী 'লক্ষ্মী'দের উদ্দেশ্যে তিনি বলেন, "আমার মনে হয় শুধু পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষেও হয়তো এরকম একটা শো আগে কখনও হয় নি। 'লাখ টাকার লক্ষ্মী লাভ' এখন শুধু একটা গেম শো নেই আর। এই শো যেভাবে প্রভাব বিস্তার করেছে তাতে করে এখন 'লাখ টাকার লক্ষ্মী লাভ' একটা ইমোশন একটা আবেগ। অনেক অনেক ভালোলাগা আর ভালোবাসা আমার তরফ থেকে এই শোয়ের জন্য। বাংলার আরও অনেক লক্ষ্মীরা এই শোয়ের হাত ধরে উপকৃত হোক। তাঁদের স্বপ্ন সফল হোক লাখ টাকার লক্ষ্মী লাভের দ্বারা এই কামনা করি।"
আগামী ৩০ নভেম্বর সন্ধ্যা ৬তায় সম্প্রচারিত হবে এই মাসে চূড়ান্ত পর্ব। উল্লেখ্য,‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ এখন মোট পাঁচটি রাউন্ডে খেলা হয়। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকে নগদ টাকা পুরস্কার। ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকে এক লক্ষ টাকার নগদ পুরস্কার। প্রতি পর্বে এখন থেকে তিনজনের বদলে চারজন প্রতিযোগী থাকেন। খেলায় হারজিত থাকে অবশ্যই, কিন্তু এই শোয়ে কাউকেই খালি হাতে ফিরতে হয় না। থাকে "টাকার খনি", "বল ফেলতে টাকা কুলো" এমন সব মজার খেলা। গোটা শো-টি সঞ্চালনার দায়িত্বে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নিছক একটা নন ফিকশন শো নয়, মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম যেন এই শো। মহিলাদের স্বনির্ভর হবার ইচ্ছেকে আরও জোরাল করতেই এই উদ্যোগ। এই শো সঞ্চালনা করতে করতে জীবন সম্পর্কে তাঁর ধারণা অনেকটাই বদলে গেছে বলে বার বার জানিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। তিনি অনেকবার বলেছেন এত মহিলার লড়াইয়ের গল্প শুনতে শুনতে নিজের জীবন সম্পর্কে অভিযোগ করা তিনি বন্ধ করে দিয়েছেন।
