সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে 'প্রেমের ফাঁদ পাতা ভুবনে'। আর সেই প্রেমের জালে কখন যে কে ধরা পড়বেন তা কি কেউ বলতে পারে? ঠিক সেভাবেই সিরিয়ালের শুটিং ফ্লোর থেকে শুরু হয়েছিল তাঁদের প্রেমের গুঞ্জন। তাতে পাকাপাকিভাবে সিলমোহর না দিলেও শুটিং ফ্লোরের বাইরেও একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের প্রায়ই। তাঁরা আর কেউ নন, টেলিভিশনের চর্চিত জুটি শ্যামৌপ্তি মুদলি ও রণজয় বিষ্ণু।
এবার অভিনেত্রীর জন্মদিনের আগে তাঁর বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তুললেন রণজয়। তাঁর আয়োজনেই প্রাক জন্মদিন উদযাপনে মাতলেন শ্যামৌপ্তি। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই এই বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজে। রণজয়ের কাছ থেকে এই সারপ্রাইজ পেয়ে শ্যামৌপ্তি ঠিক কতটা খুশি তা বোঝা যাচ্ছে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে চোখ রাখলেই। সেই পোস্টেই অভিনেত্রী জানিয়েছেন, বহুদিন ধরেই তাঁর ইচ্ছা ছিল এই বিলাসবহুল এই হোটেলে নিজের জন্মদিনটা উদযাপন করার। এবার সেই ইচ্ছাপূরণ হল। নিজের বিশেষ মানুষ রণজয়ের কাছ থেকে এমন চমক পেয়ে যারপরনাই খুশি শ্যামৌপ্তি। ক্যাপশনে রণজয়কে উদ্দেশ্য করে শ্যামৌপ্তি লিখেছেন, 'আমাকে এরকমভাবেই চমকে দিতে থাকো। তুমিই তো সবকিছুর মাস্টারমাইন্ড।'
আসলে এদিন ওই হোটেলের একটি কেক মিক্সিং সেরিমনিতে যোগ দিতে হিয়েছিলেন শ্যামৌপ্তি ও রণজয়। তাই কোনওকিছু বোঝার উপায় ছিল না। শ্যামৌপ্তি তাঁর পোস্টে আরও জানিয়েছেন, এই প্রথমবার তিনি প্রাক জন্মদিনের উদযাপনে মাতলেন। ৪ নভেম্বর তেইশ বছরে পা রেখবেন শ্যামৌপ্তি। উল্লেখ্য, গুড্ডি ধারাবাহিকের শুটিং ফ্লোর থেকেই একটু একটু করে রসায়ন জমে ওঠে দু'জনের। তবে এই প্রেম যে অসমবয়সী প্রেম তা বলাই বাহুল্য। দু'জনের বয়সের ফারাক প্রায় চোদ্দ বছরের। তবে সেসব গুরুত্ব না দিয়ে নিজেদের সম্পর্ককেই গুরুত্ব দিয়েছেন এই চর্চিত এই জুটি।
